ভিডিও EN
  1. Home/
  2. গণমাধ্যম

সাংবাদিক আবদুল খালেকের মৃত্যুতে বিএফইউজে এবং ডিইউজের শোক

প্রকাশিত: ০৪:৪৫ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৫

বিশিষ্ট সাংবাদিক ও দৈনিক জনকণ্ঠের সাবেক নগর সম্পাদক আবদুল খালেকের মৃত্যুতে গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন বিএফইউজে এবং ডিইউজের নেতারা।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি আলতাফ মাহমুদ ও মহাসচিব ওমর ফারুক এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ শনিবার এক শোকবার্তায় আবদুল খালেকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান।

আবদুল খালেক শনিবার বিকেল ৩টায় ঢাকা সিএমএইচ-এ ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে...রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

তিনি ১৯৪৭ সালে ৭ এপ্রিল কুমিল্লার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম. এ পাশ করে ১৯৬৮ সালের সেপ্টেম্বর মাসে তিনি দৈনিক আজাদ-এ যোগদানের মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। তিনি দৈনিক বাংলা ও দৈনিক জনকণ্ঠে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

একে/বিএ

আরও পড়ুন