ভিডিও EN
  1. Home/
  2. গণমাধ্যম

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রকৌশলীর মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

প্রকাশিত: ১২:০৪ এএম, ২৩ ডিসেম্বর ২০১৫

স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক এবং বাংলাদেশ বেতার ঢাকার সাবেক আঞ্চলিক প্রকৌশলী রাশেদুল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং তথ্যসচিব মরতুজা আহমদ।

তথ্যমন্ত্রী ও তথ্য সচিব তারা উভয়েই রাশেদুল হোসেনের আত্মার শান্তি কামনা করেন ও শোকসন্তুপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

তথ্যমন্ত্রী মঙ্গলবার এক শোক বার্তায় বলেন, মহান মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্রের অন্যতম এ সংগঠকের অবদান দেশের জনগণ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

তথ্যসচিব মরতুজা আহমদ পৃথক এক শোক বার্তায় বলেন, রাশেদুল হোসেনের কর্মজীবন ছিল নিবেদিতপ্রাণ এক প্রকৌশলীর বর্ণময় কর্মজীবন। দেশ ও বেতারের ইতিহাসে তার নাম চিরভাস্বর হয়ে থাকবে।

স্বাধীনতার পর বাংলাদেশ বেতারের প্রকৌশলী হিসেবে তিনি তিন দশক দায়িত্ব পালন করেছেন।

মঙ্গলবার ভোর ৪টা ২০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) আইসিইউতে শ্বাস কষ্টসহ বার্ধক্যজনিত নানা ব্যাধিতে আক্রান্ত হয়ে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮০ বছর।
সকাল সাড়ে ১০টায় আগারগাঁওয়ে বাংলাদেশ বেতার কার্যালয়ে রাশেদুল হোসেনের মরদেহে অতিরিক্ত তথ্য সচিব এ এস এম মাহবুবুল আলম এবং মরহুমের সাবেক সহকর্মী, সাংস্কৃতিক কর্মী ও বেতারের কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান এবং জানাজায় অংশ নেন। পরে মরদেহটি পারিবারিক কবরস্থানে দাফনের জন্য ব্রাহ্মণবাড়িয়ার উত্তর মোড়লে নিয়ে যাওয়া হয়।

একে