ভিডিও EN
  1. Home/
  2. গণমাধ্যম

ডিআরইউতে নতুন সদস্য ৯৯

প্রকাশিত: ০৮:৪০ এএম, ১৭ নভেম্বর ২০১৪

চলতি বছর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটি ৪৭ জন সাংবাদিককে স্থায়ী সদস্য ও ৯৯ জন সাংবাদিককে নতুন সদস্য করার সুপারিশ করে তালিকা প্রকাশ করেছে। ডিআরইউ কার্যালয়ে রোববার রাতে এ তালিকা প্রকাশ করা হয়।

ডিআরইউর গঠনতন্ত্রের ৬ ধারা অনুযায়ী বৃহস্পতিবার গঠিত বাছাই কমিটির সভায় এ তালিকা করা হয়। বাছাই কমিটির আহ্বায়ক ও ডিআরইউর সাংগঠনিক সম্পাদক মুরসালিন নোমানীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কমিটির সদস্য হাসান জাহিদ তুষার, মঈন উদ্দিন খান, পিনাকী তালুকদার, মানিক মুনতাসির ও পারভীন সুলতানা কাকন।

এ বছর সুপারিশকৃত স্থায়ী সদস্যরা হলেন দৈনিক প্রথম আলোর তারেক মাহমুদ, দৈনিক কালের কণ্ঠের আশরাফ-উল আলম, বাসসের মো. মানিকুল আজাদ, ইটিভির মাহাথীর খান ফারুকী, এনটিভির সফিক শাহীন, রেডিও টুডের ইনামুল হক শামীম, দৈনিক যুগান্তরের ওবায়েদ অংশুমান, দৈনিক পূর্বকোণের শিবুকান্তি দাস, দৈনিক বণিক বার্তার মহিউদ্দিন নিলয়, ইন্ডিপেন্ডেন্ট টিভির অনিমেষ কর, দৈনিক যুগান্তরের মনির হোসেন, দৈনিক সমকালের রাজীব আহমেদ, দৈনিক মানবজমিনের কাজল ঘোষ, দৈনিক যায়যায়দিনের কামরুজ্জামান বাবলু, দৈনিক আমার দেশের ইলিয়াস হোসেন, ডেইলি স্টারের শাহিন মোল্লা, জামিল মাহমুদ, ডেইলি নিউ এজের তাপস কান্তি দাস, দৈনিক বণিক বার্তার আলতাফ মাসুদ, দৈনিক নয়াদিগন্তের তামিম হাসান, এনটিভির হাসান জাবেদ, বাসসের দিলারা হোসেন, চ্যানেল টুয়েন্টিফোরের মহসিনুল হাকিম, ৭১ টিভির মাহবুব স্মারক, সঞ্জয় দাস, এটিএন নিউজের গোলাম কাদির রবু, চ্যানেল আইয়ের যাযাবর মিন্টু, বাসসের স্বপ্ন বসু, এশিয়ান টিভির হাবিবুর রহমান পলাশ, বিটিভির শহীদ মো. মোবাশ্বের, ডেইলি স্টারের মোখলেসুর রহমান লিটন, আরটিভির জয়নাল আবেদিন, ইনডিপেন্ডেন্টের আল মামুন হারুন-উর-রশিদ, দৈনিক কালের কণ্ঠের আপেল মাহমুদ, ইনডিপেন্ডেন্টের সাঈদ মোহাম্মদ পিতু, ইসলামিক টিভির রফিক উজ্জামান, ডেইলি স্টারের মো. আইনুল হক প্রামাণিক রয়েল, দৈনিক দিনকালের আবদুল্লাহ জেয়াদ, দি সানের আহম্মদ পারভেজ খান, দৈনিক দিনকালের মো. বেলায়েত হোসেন, দৈনিক খবরপত্রের শাহজাহান সাজু, ইউএনবির মুহাম্মদ সাইফুল্লাহ, এনটিভির বর্ষণ কবির, সিনহুয়ার শরীফুল ইসলাম, দৈনিক সংগ্রামের ইবরাহীম খলিল, অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকমের সালাহউদ্দিন জসিম ও ডেইলি নিউ এজের মো. মুক্তাদির রশিদ রোমিও।