ভিডিও EN
  1. Home/
  2. গণমাধ্যম

সাংবাদিক আব্দুল্লাহ আল ফারুক স্মরণে নিউইয়র্কে শোকসভা

প্রকাশিত: ০২:৫৫ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৫

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত সিনিয়র সাংবাদিক আব্দুল্লাহ আল ফারুক স্মরণে শোকসভা করেছে নিউইয়র্ক প্রবাসী সাংবাদিকরা। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের পালকি পার্টি হলে এ শোকসভায়  অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা আব্দুল্লাহ আল ফারুকের কর্মময় জীবনের নানান দিক নিয়ে স্মৃতিচারণ করেন। এসময় তারা সাংবাদিক ফারুকের ঘাতক অজ্ঞাত ট্রাক চালককে অবিলম্বে গ্রেফতারের দাবি জানান। একইসঙ্গে দেশে বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় নিহত সাংবাদিক ঘাতকদের গ্রেফতার না করা এবং গ্রেফতারকৃতদের আইনের ফাঁক গলে বেরিয়ে আসায় ক্ষোভ প্রকাশ করেন।

বক্তারা বলেন, শিথিল আইনের কারণে পরিবহন চালকেরা বেপরোয়াভাবে যানবাহন চালাচ্ছে। তারা দুর্ঘটনার নামে নানান পেশার লোকদের হত্যা করেছে। এ ধরনের চালকরা দৃষ্টান্তমূলক শাস্তি পেলে দুর্ঘটনার হারও কমে যেতো।

শোকসভায় সভাপতিত্ব করেন সাপ্তাহিক আজকালের সম্পাদক মনজুর আহমেদ এবং সভা পরিচালনা করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম। বক্তব্য রাখেন সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট মুজাহিদ আনসারী, সিনিয়র সাংবাদিক সন্তোষ মণ্ডল, আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এটিএন বাংলা ইউএসএ’র বার্তা সম্পাদক দর্পণ কবীর, প্রেসকাবের যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম, সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ, বিশেষ প্রতিনিধি শওকত ওসমান রচি, সাংবাদিক মনির হায়দার, যমুনা টিভির যুক্তরাষ্ট্র প্রতিনিধি হাসানুজ্জামান সাকী, সাংবাদিক ও সমাজকর্মী শামসুল আলম লিটন, এটিএন বাংলার কানু দত্ত, এনটিভি ইউএসএ’র আবিদুর রহিম প্রমুখ।

এএইচ/এমএস

আরও পড়ুন