ভিডিও EN
  1. Home/
  2. গণমাধ্যম

প্রেসক্লাবে সাংবাদিক আব্দুল্লাহ ফারুকের জানাজা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৯:০৬ এএম, ১৩ ডিসেম্বর ২০১৫

জাতীয় প্রেসক্লাবে সিনিয়র সাংবাদিক আব্দুল্লাহ আল ফারুকের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর ২টার দিকে প্রেসক্লাব প্রাঙ্গণে এ জানাজা অনুষ্ঠিত হয়।

শনিবার দিবাগত রাত ১টার দিকে কাকরাইল রাজমনি সিনেমা হল সংলগ্ন রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। এরপর রোববার সকালে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নামাজে জানাজায় অংশ নিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, আব্দুল্লাহ আল ফারুক গণমাধ্যমের কর্মী হিসেবে বহু উত্থান পতনের পরিস্থিতিতে বস্তুনিষ্ঠভাবে সংবাদ তুলে ধরেছেন।

সরকারের একজন মন্ত্রী হিসেবে ঘাতক ট্রাক চালককে আইনের আওতায় আনবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কেউ আইনের ঊর্ধ্বে নয়। নিয়মের বাইরে গাড়ি চালালে আইনশৃঙ্খলা বাহিনীর শরাপন্ন হয়ে ঘাতক চালককে গ্রেফতারের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

জানাজায় অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সমকালের সম্পাদক গোলাম সরোয়ার, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল প্রমুখ।

সাংবাদিক ফারুক ছিলেন দু্ই সন্তানের জনক। তিনি রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডে ৩০/১৯ নম্বর বাসায় পরিবার নিয়ে থাকতেন। তার বাড়ি পাবনা জেলার সাথিয়া উপজেলার বিশালীখা গ্রামে। তিনি মরহুম গাজিউর রহমানের ছেলে।

সাংবাদিক আব্দুল্লাহ আল ফারুক দৈনিক কালের কণ্ঠ ও সমকালের প্রধান প্রতিবেদকের দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি আজকের পত্রিকার প্রধান প্রতিবেদক ছিলেন। এছাড়া আব্দুল্লাহ আল ফারুক দীর্ঘদিন যুগান্তরে সিনিয়র সাংবাদিকের দায়িত্ব পালন করেন।

এএস/জেডএইচ/পিআর

আরও পড়ুন