প্রবীণ সাংবাদিক আবদুর রহিম আর নেই
করোনায় আক্রান্ত হয়ে জাতীয় প্রেস ক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য এবং দৈনিক ইনকিলাবের সিনিয়র রিপোর্টার মো. আবদুর রহিম মারা গেছেন।
শুক্রবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। গত কয়েক বছর যাবত তিনি রক্তজনিত সমস্যায়ও ভুগছিলেন।
মৃত্যুকালে প্রবীণ সাংবাদিক আবদুর রহিমের বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, দুই কন্যা, বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জাতীয় জাতীয় প্রেসক্লাবে প্রেসিডেন্ট ফরিদা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেছেন।
ডিআরইউর জন্য নিবেদিত প্রাণ সাংবাদিক মো. আবদুর রহিমের মৃত্যুতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মসিউর রহমান খান এক বার্তায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এইচএস/এসজে