ভিডিও EN
  1. Home/
  2. গণমাধ্যম

গণতন্ত্র বিকাশ হলে বাকস্বাধীনতা রক্ষা হয় : ইকবাল সোবহান

প্রকাশিত: ০৮:৫৫ পিএম, ৩০ নভেম্বর ২০১৫

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, নীতি নৈতিকতার মধ্যে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করতে হবে। সেই বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষতা দেশের সার্বিক কল্যাণে হতে হবে। সার্বভৌমত্ব ও মুক্তিযুদ্ধের মৌলিক দাবি রক্ষার করতে হবে।

বাংলাদেশ একটি সম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে এইসব বিবেচনায় সাংবাদিকদের সংবাদ পরিবেশনের আহ্বান জানান তিনি। সোমবার রাতে কক্সবাজারে সার্কিট হাউজ মিলনায়তনে কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে ইকবাল সোবহান চৌধুরী এ কথা বলেন।

কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি বিএফইউজের সাবেক সভাপতি সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী বলেন, গণতন্ত্র বিকাশের জন্য সাংবাদিকতা। গণতন্ত্র বিকাশ হলে বাকস্বাধীনতা রক্ষা হয়। একটি গণতান্ত্রিক রাষ্ট্র মুক্তিযুদ্ধের চেতনার বাইরে পরিচালিত হতে পারে না। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশকে এগিয়ে নেয়ার কাজ করতে হবে।

ইকবাল সোবহান বলেন, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে একটি মহল এদেশে খুন-ধর্ষণসহ ভয়াবহ অপরাধ করেছে। এদের বিচারের দাবিতে দেশের সকল শ্রেণি-পেশার মানুষ আজ ঐক্যবদ্ধ। স্বাধীনতাবিরোধী একটি চক্র যুদ্ধাপরাধীদের বিচার কাজে বিরোধিতা করছে। এদের কাছ থেকে সজাগ থাকতে হবে।

ইকবাল সোবহান চৌধুরী কক্সবাজারের মেগা প্রকল্পসমূহের কথা উল্লেখ্য করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারের উন্নয়নে আন্তরিক। তিনি এখানে সিরিজ প্রকল্প গ্রহণ করেছেন। এখানে রেললাইন, আন্তর্জাতিক বিমানবন্দর, কয়লা বিদ্যুৎ কেন্দ্র, এশিয়ান হাইওয়ে, বিশেষ পর্যটন অঞ্চল হচ্ছে। এটা শুধু কক্সবাজারকে নয় বংলাদেশকে বদলে দেবে।

তিনি কক্সবাজারের সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার কথা উল্লেখ করে বলেন, দেশকে উন্নয়নের দিকে নিয়ে যেতে হলে অবশ্যই বিশেষ দিক বিবেচনায় রাখতে হবে। মানবতাবিরোধী অপরাধের বিচার ইস্যুতে একটি মহল অরাজকতা সৃষ্টি করছে। তারা স্বাধীনতার সময়ের মতো ব্লগার হত্যা, বিদেশিদের হত্যা করে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। যার বিরুদ্ধে অবশ্যই সাংবাদিকদের কলম ধরতে হবে।

কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের নেতা তোফায়েল আহমদ, আবদুল কুদ্দুস রানা, বিশ্বজিত সেন, নজিবুল ইসলাম প্রমুখ।

এর আগে, সোমবার সকাল ১০টার দিকে ইকবাল সোবহান চৌধুরী বিমানযোগে কক্সবাজার আসলে তাকে সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ ফুল দিয়ে স্বাগত জানান। তিনি কক্সবাজারের বিভিন্ন পর্যটন স্পট, মহেশখালী পরিদর্শন করেছেন।

সায়ীদ আলমগীর/বিএ