ভিডিও EN
  1. Home/
  2. গণমাধ্যম

অশ্রুজলে আফজালকে স্মরণ বিজেসির

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৮:৫৭ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২১

 

ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) গবেষণা সহযোগী আফজালুর রহমানের স্মরণসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বাংলামোটরে বিজেসি কার্যালয়ে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেন বিজেসি চেয়ারম্যান রেজায়ানুল হক রাজা ও সদস্য সচিব শাকিল আহমেদসহ বিজেসির সদস্যরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আফজালুর রহমানের বড় ভাই ফরিদুল আলম ফিরোজ ও বোন সাবিনা ইয়াসমিন। অনুষ্ঠানে বক্তারা তার সাংবাদিকতা জীবনের নানান দিক তুলে ধরেন।

বক্তারা বলেন, সাংবাদিক হিসেবে আফজাল ছিলেন আপসহীন ও মেধাবী। খবরের পিছনের খবর তুলে আনতে সিদ্ধহস্ত ছিলেন তরুণ এই সাংবাদিক। তিনি সাংবাদিকতার পাশাপাশি বিজেসিতে গবেষণা সহযোগী হিসাবে কাজ করেছিলেন।

বিজেসি চেয়ারম্যান রেজায়ানুল হক রাজা বলেন, করোনাকালে আফজাল সম্প্রচার কর্মীদের করোনা পরীক্ষা, চিকিৎসা ও নিত্যদিনের যাবতীয় চাহিদা পূরণে নিরসলভাবে কাজ করেছিলেন। অন্তত ৫ শতাধিক পরিবারের কাছে মানবিক সহায়তা পৌঁছে দেয়ার কাজে সহযোগিতা করেছেন। কিন্তু সর্বদায় সহকর্মীদের পাশে থাকা স্বপ্নবাজ এই তরুণ ৩১ বছর বয়সে করোনার কাছেই হার মানলেন।

স্মরণসভায় বিজেসির সদস্য সচিব শাকিল আহমেদ বলেন, সাংবাদিক ও সম্প্রচার সহকর্মীদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে সার্বক্ষণিক আফজাল একটি স্বতন্ত্র হাসপাতাল নির্মাণের স্বপ্ন দেখেছিল। হাসপাতাল নির্মাণে আফজালের সেই স্বপ্ন বিজেসি এগিয়ে নেবে। এজন্য সরকারের সহযোগিতা চান তিনি।

এফএইচ/এমএইচআর/এমকেএইচ