৬ষ্ঠ বর্ষে মোহনা টিভি
বাংলার প্রতিচ্ছবি মোহনা টেলিভিশন পাঁচ বছর পেরিয়ে এখন ছয় বছরে। ‘৬ষ্ঠ বর্ষে আমরা নতুন আঙ্গিকে’ এই অঙ্গীকার নিয়ে নতুনভাবে পথ চলবে বেসরকারি টেলিভিশন চ্যানেল মোহনা।
আজ মঙ্গলবার মধ্যরাতে কেক কাটার মধ্য দিয়ে শুরু হবে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনভর থাকবে নানা আয়োজন। প্রচার করা হবে বিশেষ অনুষ্ঠান।
৬ষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে মোহনা টিভির চেয়ারম্যান কামাল আহাম্মেদ মজুমদার (এম পি), ব্যবস্থাপনা পরিচালক জিয়াউদ্দিন আহাম্মেদ মজুমদার মোহনার দর্শক, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ীসহ সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানিয়েছেন।
উল্লেখ্য, ২০১০ সালের ১১ নভেম্বর ভিন্নতার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করেছিল চ্যানেলটি। মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের চেতনা নিয়েই বাংলার প্রতিচ্ছবি স্লোগানকে বুকে ধারণ করে এগিয়ে যাচ্ছে এই টিভি চ্যানেলটি।
এইচআর/এআরএস/পিআর
সর্বশেষ - গণমাধ্যম
- ১ সিএমজেএফ সদস্যরা ইবনে সিনায় সাশ্রয়ী খরচে স্বাস্থ্যসেবা পাবেন
- ২ উৎসব-আনন্দে শেষ হলো মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্রিকেট লিগের তৃতীয় আসর
- ৩ মতপ্রকাশ তো অনেক দূর, এখন বেঁচে থাকার অধিকারের ব্যাপার
- ৪ ‘টেকসই জলবায়ু ঝুঁকি বিমা ব্যবস্থা গড়তে সম্মিলিত উদ্যোগ দরকার’
- ৫ জানুয়ারিতে সারাদেশের সাংবাদিকদের মহাসমাবেশ হবে: এ কে আজাদ