জাগো নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক হলেন জিয়াউল হক
দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম-এর ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেছেন জিয়াউল হক। রোববার (১ নভেম্বর) সকালে দায়িত্ব গ্রহণ করেন তিনি। জিয়াউল হক এর আগে দীর্ঘদিন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি প্রতিষ্ঠালগ্ন থেকেই জাগো নিউজের সঙ্গে আছেন।
জাগো নিউজের সদ্যবিদায়ী ভারপ্রাপ্ত সম্পাদক মহিউদ্দিন সরকারের স্থলাভিষিক্ত হলেন জিয়াউল হক।
এর আগে শনিবার (৩১ অক্টোবর) বিকেলে বিদায়ী ভারপ্রাপ্ত সম্পাদক মহিউদ্দিন সরকারকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানায় জাগো নিউজ কর্তৃপক্ষ।

সদ্যবিদায়ী ভারপ্রাপ্ত সম্পাদক মহিউদ্দিন সরকারের সঙ্গে জিয়াউল হক
রোববার দায়িত্ব গ্রহণের পর জিয়াউল হক বলেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যম। সেই জায়গা থেকে একটি গুরুত্বপূর্ণ গণমাধ্যম হিসেবে কাজ করে যাচ্ছে জাগো নিউজ। আশা করছি বরাবরের মতো সবার সহযোগিতায় জাগো নিউজের এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, জিয়াউল হক রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগে স্নাতকোত্তর সম্পন্ন করেন।
এসএইচএস/এমএস
সর্বশেষ - গণমাধ্যম
- ১ ‘গোল্ডেন সিল্ক রোড অ্যাওয়ার্ডস’ পেলেন জাগো নিউজের মফিজুল সাদিক
- ২ সাংবাদিকদের সম্মাননা দিতে প্রযুক্তি মন্ত্রণালয়ের আবেদন আহ্বান
- ৩ পুরস্কারপ্রাপ্ত পাঁচ সাংবাদিককে বিএআরএফের সংবর্ধনা
- ৪ মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি নাঈম, সম্পাদক মিসবাহ
- ৫ সিএমজেএফ সদস্যরা ইবনে সিনায় সাশ্রয়ী খরচে স্বাস্থ্যসেবা পাবেন