বিএফইউজে নির্বাচন : আলতাফ–জালাল পরিষদের তালিকা প্রকাশ

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে আলতাফ – জালাল পরিষদ। আগামী ২৮ নভেম্বর ২০১৫ শনিবার জাতীয় প্রেস ক্লাবে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আলতাফ মাহমুদ ( দৈনিক ডেসটিনি)। সহ সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাফর ওয়াজেদ (জনকন্ঠ)। মহাসচিব পদে লড়ছেন মোল্লা জালাল (এনএনবি) অন্যান্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন যুগ্ম-মহাসচিব অমিয় ঘটক পুলক (ডেইলি অবজারভার), কোষাধ্যক্ষ আতাউর রহমান (বাসস), সদস্য : স্বপন দাস গুপ্ত (বর্তমান), শরিফউদ্দিন আহমেদ বিটু (নয়াদিগন্ত), মফিদা আকবর (ইত্তেফাক), মজুমদার জুয়েল (একুশে টিভি)।
এএইচ/আরআইপি
সর্বশেষ - গণমাধ্যম
- ১ বাতিল অ্যাক্রিডিটেশন কার্ড পুনর্বিবেচনা করবে পিআইডি
- ২ গণমাধ্যমে প্রতিবন্ধীদের বিষয়ে সংবেদনশীলতা নিশ্চিতের আহ্বান
- ৩ বিজয় দিবস উপলক্ষে ডিএসইসি সদস্যদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প
- ৪ ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ১৬ সাংবাদিক
- ৫ তৃতীয়বার ব্র্যাক মাইগ্রেশন অ্যাওয়ার্ড পেলেন জাগো নিউজের জাহাঙ্গীর