ভিডিও EN
  1. Home/
  2. গণমাধ্যম

ডিআরইউ বহুমুখী সমবায় সমিতির নির্বাচনে ভোটগ্রহণ চলছে

প্রকাশিত: ০৮:৩৫ এএম, ৩০ অক্টোবর ২০১৫

উৎসবমুখর পরিবেশে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের কেন্দ্রীয় কমিটির নির্বাচনে ভোটগ্রহণ চলছে। শুক্রবার সকাল ১০টায় সেগুনবাগিচাস্থ ডিআরইউ’র নীচতলার মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণের নির্দিষ্ট সময় আগে থেকেই প্রার্থী ও ভোটারদের সরব উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে ডিআরইউ প্রাঙ্গণ।

সভাপতি, সহ-সভাপতি, সম্পাদক, যুগ্ম সম্পাদক, কোষাধ্যক্ষ ও ৭জন সদস্যসহ ১২টি পদের বিপরীতে মোট ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তন্মধ্যে যুগ্ম সম্পাদক পদে খেজুর গাছ প্রতীকে মোহাম্মদ জামালউদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় একক প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে গেছেন।

সভাপতি পদে ২জন- চেয়ার প্রতীকে বিগত কমিটির সম্পাদক মোস্তফা হোসেন চৌধুরী ও ছাতা প্রতীকে রফিক আহমেদ মুফদি, সহ-সভাপতি পদে ২জন- বটগাছ প্রতীকে শামীম সিদ্দিকী ও আনারস প্রতীকে এম হাফিজুর রহমান, সম্পাদক পদে ২জন- মাছ মার্কায় ওমর ফারুক ও গোলাপফুল মার্কায় মো. বদরুল আলম চৌধুরী, কোষাধ্যক্ষ পদে ২জন- চশমা মার্কায় কল্যাণ সাহা ও গরুর গাড়ি প্রতীকে শাহ আলম নূর প্রতিদ্বন্দ্বিতায় করছেন।

dru

সদস্য পদে মই প্রতীকে এস এম আবু সাইদ, উড়োজাহাজ প্রতীকে আইয়ুব আনসারি, টেবিল প্রতীকে এ কে এম কামরুজ্জামান (হিরু), মোমবাতি প্রতীকে শরীফুল আরিফ সোহেল, ঘুড়ি প্রতীকে শাহনাজ পারভীন, হরিণ প্রতীকে মোহাম্মদ আতিকুর রহমান হাবিব, কলস প্রতীকে মতলু মল্লিক, দেয়াল ঘড়ি প্রতীকে মো. রেজাউর রহিম, আম প্রতীকে মো. এমদাদুল হক খান ও হাতি প্রতীকে বরুন ভৌমিক নয়ন প্রতিদ্বন্দ্বীতা করছেন।

সদ্য বিদায়ী সভাপতি মাহমুদুর রহমান জাগো নিউজকে জানান, এবারের নির্বাাচনে মোট ভোটার সংখ্যা ৩৭০জন। বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

সকাল ১১টায় সরেজমিন পরিদর্শনকালে দেখা গেছে প্রার্থীরা ডিআরইউ বাগানের গেটে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে ভোটারদের স্বাগত জানিয়ে ভোট প্রার্থনা করছেন। সভাপতি পদপ্রার্থী রফিক আহমেদ মুফতি পরিবর্তনের স্লোগান নিয়ে গত কয়েকদিন প্রচার প্রচারণা চালিয়েছেন। ভয়েস রেকর্ড পাঠিয়ে ভোট প্রার্থনা করে নজর কেড়েছেন। চেয়ার প্রতীকে সম্পাদক পদে মোস্তফা হোসেন চৌধুরী বলেছেন, ডিআরইউ বহুমুখী সমবায় সমিতির সদস্য রিপোর্টারদের একটু মাথা গুঁজার ঠাঁই করে দেয়ার লক্ষ্যে তিনি সম্পাদক হিসেবে পরিশ্রম করেছেন। ভোটাররা নিশ্চয়ই এর মূল্যায়ন করবেন বলে তিনি মনে করেন।

dru

গোলাপ ফুল প্রতীকে সম্পাদক পদপ্রার্থী বদরুল আলম চৌধুরী তাজা লাল গোলাপ ভোটারদের হাতে দিয়ে শুভেচ্ছা জানাচ্ছিলেন। মাছ প্রতীকে সম্পাদক পদপ্রার্থী ভোটারদের কেনা জমিতে ফ্ল্যাট তৈরির স্বপ্ন দেখিয়েছেন।

বটগাছ প্রতীকে সহ-সভাপতি পদপ্রার্থী শামীম সিদ্দিকীর হাতে সিগারেট দেখে একজন রিপোর্টার কিছু জিজ্ঞাসা করতে যাচ্ছিলেন। প্রশ্ন করার আগে একগাল হেসে তিনি বললেন, পাঁচ বছর সিগারেট হাতে নেইনি। ভোটের টেনশনে সিগারেট হাতে নিয়েছি। এমনই নানা হাসি আনন্দের মধ্যে দিয়ে সুষ্ঠুভাবে নির্বাচন চলছে।

এমইউ/এআরএস/এমজেড