ভিডিও EN
  1. Home/
  2. গণমাধ্যম

অপসাংবাদিকতা থেকে বের হতে হবে

প্রকাশিত: ০৭:২২ এএম, ৩০ অক্টোবর ২০১৫

বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট পিআইবির মহাপরিচালক মো. শাহ আলমগীর বলেছেন, সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সাংবাদিকদের অবশ্যই সততা, বস্তুনিষ্টতা ও স্বচ্ছতা অবলম্বন করতে হবে। কিন্তু এই তিন বিষয় থেকে আমরা দূরে সরে গেছি বলে অপসাংবাদিকতা শুরু হয়েছে।

শুক্রবার সকালে খুলনা প্রেসক্লাবে অনুষ্ঠিত তিনদিন ব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণের দ্বিতীয় দিনে প্রধান অতিথির ভাষণে তিনি একথা বলেন।

তিনি বলেন, অপসাংবাদিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। পরিশুদ্ধ সাংবাদিকতার মাধ্যমে সমাজের অনিয়ম দূর করতে হবে। অপসাংবাদিকতার মাধ্যমে কেউ টিকে থাকতে পারবে না বলেও মন্তব্য করেন।

খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক একে হিরুর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. প্রদীপ কুমার পাণ্ডে।

পিআইবির মহাপরিচালক বলেন, পিআইবির নতুন আইন পাশ করা হবে। অনলাইন নীতিমালার বিষয়ে তিনি বলেন, নীতিমালা প্রণয়ন করে তা মন্ত্রণালয়ে জমা দেয়া হয়েছে। খুব শীঘ্রই এটা পাশ হবে।

সাংবাদিকদের কল্যাণের বিষয় উল্লেখ করে তিনি বলেন, একটি সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করা হয়েছে। এই ট্রাস্টের মাধ্যমে সাংবাদিকদের তথ্য সংরক্ষণ করার পাশাপাশি সাংবাদিকদের বিভিন্ন সহায়তা প্রদান করা হবে।
প্রশিক্ষণে প্রায় ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করছেন। শনিবার প্রশিক্ষণ শেষ হবে।

আলমগীর হান্নান/এমজেড/আরআইপি