ভিডিও EN
  1. Home/
  2. গণমাধ্যম

যমুনা ছাড়লেন জাকারিয়া কাজল

প্রকাশিত: ১১:৩৬ এএম, ২৮ অক্টোবর ২০১৫

যমুনা টেলিভিশন ছাড়লেন জাকারিয়া কাজল। তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে মঙ্গলবার পদত্যাগ করেছেন বলে জানা গেছে। যমুনা টেলিভিশনে বার্তাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।

বুধবার টেলিফোনে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন জাকারিয়া কাজল। তিনি বলেন, ‘যা শুনেছেন ঠিকই শুনেছেন। আমি মঙ্গলবার পদত্যাগ করেছি’। এর কিছু দিন আগে হঠাৎ করেই যমুনা টেলিভিশন ছাড়েন তৎকালীন বার্তা পরিচালক জ.ই মামুন।

নতুন কোথাও যোগ দিচ্ছেন কিনা প্রশ্নে জাকারিয়া কাজল বলেন, না, আপাতত কোথাও যোগদানের খবর সংবাদকর্মীদের দিতে পারছি না।    

পদত্যাগের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু না বললেও এই জ্যেষ্ঠ সাংবাদিক অস্বস্তির কথা জানিয়েছেন। সম্প্রচার সাংবাদিকতায় একেবারে নতুন হয়েও বার্তা প্রধান হিসেবে তাকে নিয়োগ দিয়ে চমক সৃষ্টি করেছিল যমুনা টেলিভিশন।

জাকারিয়া কাজল যমুনা টেলিভিশনে যোগ দেয়ার আগে দৈনিক ইনকিলাব ও বিডিনিউজে কাজ করেছেন বলে জানা গেছে।

এসএ/একে/আরআইপি

আরও পড়ুন