ভিডিও EN
  1. Home/
  2. গণমাধ্যম

ডিআরইউ সদস্যদের জন্য নতুন সংযোজন অক্সিজেন কনসেনট্রেটর

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৩৬ পিএম, ০৭ জুলাই ২০২০

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যদের স্বাস্থ্য সুরক্ষায় চারটি অক্সিজেন কনসেনট্রেটর প্রদান করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

মঙ্গলবার পুলিশ সদর দফতরে ডিআরইউ সভাপতি রফিকুল ইসলাম আজাদ ও সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরীর কাছে তিনি এ চারটি অক্সিজেন কনসেনট্রেটর হস্তান্তর করেন। সদস্যদের স্বাস্থ্য সুরক্ষায় অক্সিজেন কনসেনট্রেটর ডিআরইউর একটি নতুন সংযোজন।

ডিআরইউর সদস্য বা পরিবারের কেউ করোনায় আক্রান্ত হয়ে বা অন্য কোনো কারণে অসুস্থ হয়ে শ্বাসকষ্টে ভুগলে তাৎক্ষণিকভাবে এসব অক্সিজেন কনসেনট্রেটরের সেবা নিতে পারবেন। প্রতিটি অক্সিজেন কনসেনট্রেটর স্বয়ংক্রিয়ভাবে একবারে ৭ লিটার অক্সিজেন উৎপন্ন করতে সক্ষম। একটি মেশিন থেকে একই সঙ্গে দুজন অক্সিজেন গ্রহণ করতে পারবেন। মেশিনটি রিমোট দিয়ে দূর থেকে চালানো ও নিয়ন্ত্রণ করা যাবে। কবে নাগাদ এবং কীভাবে ডিআরইউ সদস্য ও পরিবারের সদস্যরা এ সেবা পাবেন তা শিগগিরই জানিয়ে দেয়া হবে।

করোনা দুর্যোগের এ সময়ে ডিআরইউর পাশে দাঁড়ানোর জন্য আইজিপিকে ধন্যবাদ জানান সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক। ডিআরইউকে অক্সিজেন কনসেনট্রেটর হস্তান্তরকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমএইচএম/এমএসএইচ/এমএস