ভিডিও EN
  1. Home/
  2. গণমাধ্যম

কালের কণ্ঠের ডেপুটি চিফ রিপোর্টার করোনায় আক্রান্ত

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ১১:৪৩ পিএম, ২৩ মে ২০২০

দৈনিক কালের কণ্ঠের ডেপুটি চিফ রিপোর্টার তৌফিক মারুফ সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনিসহ তার স্ত্রী ও মেয়ে করোনায় আক্রান্ত বলে শনিবার কালের কণ্ঠের এক সিনিয়র সাংবাদিক জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

এদিকে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) যুগ্ম মহাসচিব আবদুল মজিদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সম্প্রতি করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন তারা।

এ নিয়ে ১৭২ জন সংবাদকর্মীর করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে দুজন সাংবাদিক করোনায় মারা গেছেন। আর দুজন সাংবাদিকের মৃত্যু হয়েছে করোনার সংক্রমণ নিয়ে। এদিকে সুস্থ হয়ে উঠেছেন ৩৭ জন।

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২০ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট ৪৫২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৮৭৩ জন। এটি একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩২ হাজার ৭৮ জনে।

এইচএস/এমএসএইচ