ভিডিও EN
  1. Home/
  2. গণমাধ্যম

করোনাকালে দুর্নীতির অনুসন্ধানী সাংবাদিকদের পুরস্কৃত করবে টিআইবি

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৮:২৩ পিএম, ১৭ মে ২০২০

কোভিড-১৯ মোকাবিলায় দুর্নীতি বিষয়ক ‘বিশেষ অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার-২০২০’ প্রদান করবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এ লক্ষ্যে দেশের সংবাদপত্র, অনলাইন সংবাদমাধ্যম এবং টেলিভিশনে কর্মরত সাংবাদিকদের কাছ থেকে কোভিড-১৯ সংশ্লিষ্ট জাতীয় দুর্যোগ মোকাবিলায় দুর্নীতি বিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন আহ্বান করছে সংস্থাটি।

এ বছরের ৮ মার্চ থেকে ৩১ ডিসেম্বর সময়কালে প্রকাশিত বা প্রচারিত অনুসন্ধানী প্রতিবেদনসমূহ জাতীয়, আঞ্চলিক ও টেলিভিশনে তিনটি বিভাগে পুরস্কার প্রদান করা হবে। আগামী বছরের ১৫ জানুয়ারির মধ্যে নির্ধারিত পদ্ধতিতে টিআইবিতে পাঠানো প্রতিবেদনসমূহ ক্ষমতার অপব্যবহার, প্রাতিষ্ঠানিক, পদ্ধতিগত ও যোগসাজশের দুর্নীতি উন্মোচনে সাফল্য ও প্রতিবেদন প্রকাশের প্রভাবের মাপকাঠিতে মূল্যায়িত হবে। স্থানীয় পর্যায়ে ত্রাণ কার্যক্রমে অনিয়ম ও দুর্নীতির পাশাপাশি উচ্চতর পর্যায়ে বিভিন্ন প্রকার ক্রয় ও বিতরণ প্রক্রিয়াসহ সার্বিকভাবে করোনা সংকট মোকাবিলায় স্বচ্ছতা ও জবাবদিহিতার ঘাটতি ও দুর্নীতি বিষয়ক প্রতিবেদন এই প্রতিযোগিতায় বিবেচিত হবে বলে জানাচ্ছে টিআইবি।

টিআইবি ১৯৯৯ সাল থেকে বছরভিত্তিতে দুর্নীতি বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার, এ বিষয়ে প্রশিক্ষণ ও ফেলোশিপসহ বাংলাদেশে অনুসন্ধানী সাংবাদিকতা বিকাশে সহায়ক ভূমিকা পালন করছে। করোনাভাইরাসে উদ্ভূত জাতীয় সংকট মোকাবিলায় সাফল্যের অন্যতম পূর্বশর্ত হিসেবে অবাধ তথ্যপ্রবাহের গুরুত্ব বিবেচনায় টিআইবি এই ‘বিশেষ অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার-২০২০’ প্রদান করতে যাচ্ছে। পুরস্কার সম্বন্ধে বিস্তারিত www.ti-bangladesh.org/sija-COVID-19 সংস্থাটির ওয়েবসাইটে জানা যাবে।

এফআর/এমএস