ভিডিও EN
  1. Home/
  2. গণমাধ্যম

সাংবাদিক আসলামের মৃত্যুতে ওবায়দুল কাদেরের শোক

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৮:২৮ পিএম, ০৮ মে ২০২০

ভোরের কাগজের সিনিয়র রিপোর্টার আসলাম রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার (৮ মে) এক বিবৃতিতে তিনি এ শোক জানান।

বিবৃতিতে তিনি আসলাম রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

বৃহস্পতিবার (৭ মে) রাতে প্রচণ্ড জ্বর ও ডায়রিয়ায় দৈনিক ভোরের কাগজের স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আসলাম রহমান মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৪৭ বছর। তিনি স্ত্রী, এক ছেলে এবং এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

এর আগে গত ২৮ এপ্রিল দৈনিক সময়ের আলোর সিটি এডিটর ও প্রধান প্রতিবেদক হুমায়ুন কবীর খোকন করোনায় আক্রান্ত হয়ে মারা যান

এরপর গত মঙ্গলবার (৫ মে) করোনাভাইরাসের উপসর্গ নিয়ে একই পত্রিকার আরেক সাংবাদিক মাহমুদুল হাকিম অপুর মৃত্যু হয়। তিনি পত্রিকাটিতে সাব-এডিটর হিসেবে কর্মরত ছিলেন।

এফএইচএস/এমএফ/জেআইএম