ভিডিও EN
  1. Home/
  2. গণমাধ্যম

করোনায় আক্রান্ত ছিলেন সাংবাদিক হুমায়ুন কবীর

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৩:০১ পিএম, ২৯ এপ্রিল ২০২০

দৈনিক সময়ের আলোর সিটি এডিটর ও চিফ রিপোর্টার এবং সিনিয়র সাংবাদিক হুমায়ুন কবীর খোকন (৪৭) করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। আজ বুধবার (২৯ এপ্রিল) তার মরদেহের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ পাওয়া গেছে।


রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে তিনি মারা যান। তার আগে বিকেলে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছিল।


হুমায়ুন কবির খোকনের গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগরে। তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে ও অসংখ্য ‍গুণগ্রাহী রেখে গেছেন।


দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া প্রথম সাংবাদিক তিনি।
রিজেন্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শাহেদ বুধবার সাংবাদিকদের বলেন, ‘আমরা রাতেই নমুনা সংগ্রহ করে পাঠিয়েছিলাম। ভোরে আমাদের জানানো হয়েছে, তার করোনাভাইরাস পজিটিভ এসেছে।


এদিকে হুমায়ুন কবীর খোকনের মরদেহ কুমিল্লার মুরাদনগরের রাজাচাপিতলা গ্রামে নিয়ে গিয়ে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে স্বল্প সংখ্যক লোকের অংশগ্রহণে জানাজা শেষে তাকে বাবার কবরের পাশে দাফন করা হয়।


সদা হাস্যোজ্জ্বল ও বিনয়ী হিসেবে সুপরিচিত খোকন ঢাকাস্থ কুমিল্লা সাংবাদিক ফোরামের সভাপতি ছিলেন। তিনি দৈনিক সময়ের আলোর আগে দৈনিক আজকের কাগজ, মানবজমিন, মাতৃভূমি, আমাদের সময়, আমাদের অর্থনীতিসহ বিভিন্ন গণমাধ্যমে বেশ সুনামের সঙ্গে কাজ করেছেন।

এইচএস/জেডএ/পিআর