ভিডিও EN
  1. Home/
  2. গণমাধ্যম

প্রেসক্লাব সদস্যদের জন্য ডাক্তার প্যানেল

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৮:৩০ এএম, ১৬ এপ্রিল ২০২০

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে রাজধানী ঢাকা কার্যত লকডাউন! সরকারি ছুটির সাথে সামঞ্জস্য রেখে জাতীয় প্রেসক্লাবও বন্ধ রয়েছে। বিভিন্ন প্রাইভেট হাসপাতালে করোনা আতঙ্কে চিকিৎসকরা চেম্বারে রোগী দেখছেন না।

এমনই এক পরিস্থিতিতে জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ক্লাব সদস্যদের প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ গ্রহণের জন্য ৫ সদস্যের ডাক্তার প্যানেলের ব্যবস্থা করেছেন।

জাতীয় প্রেসক্লাবের সেক্রেটারি ফরিদা ইয়াসমিন ১৫ এপ্রিল বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানান, '১ বৈশাখ আমি লাইভে একটি ডাক্তার প্যানেলের কথা বলেছিলাম। যারা আপনার কথা শুনবেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবার ব্যবস্থা করবেন। আমি তাদের নাম ও ফোন নম্বর দিচ্ছি।'

পাঁচ সদস্যের ডাক্তার প্যানেলে রয়েছেন নেফ্রোলজির সহকারী অধ্যাপক ডাক্তার মো. ইহসান উদ্দিন খান (০১৯৭৯২৩২৩৯৮), সার্জারির সহকারী অধ্যাপক ডাক্তার আবু ফয়সাল নবীন (০১৭১১-৮১৪৫৯০), মেডিসিনের সহযোগী অধ্যাপক ডাক্তার আমিরুজ্জামান (০১৯১২০৩২০৫৭), মেডিসিন কনসালটেন্ট ডাক্তার অসীম চক্রবর্তী (০১৯২২০০৮৮০০) ও রেসপিরেটরি মেডিসিনের কনসালটেন্ট ডাক্তার রাজীব কুমার সাহা (০১৭১২-৬২৯৬৮০)।

এমইউ/জেডএ/জেআইএম