ভিডিও EN
  1. Home/
  2. গণমাধ্যম

আরও একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিক করোনায় আক্রান্ত

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৫:৫৫ পিএম, ০৯ এপ্রিল ২০২০

বেসরকারি টেলিভিশন চ্যানেলের এক সাংবাদিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুধু এই সাংবাদিক নয়, তার পরিবারের সবাই করোনাভাইরাসে আক্রান্ত। ওই সাংবাদিক এবং তার শ্বশুর বর্তমানে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি আছেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ওই চ্যানেলের একাধিক সাংবাদিক জাগো নিউজকে এ তথ্য জানান। বিকেল পৌনে ৫টার দিকে তাকে হাসপাতালে নেয়া হয়।

এর আগে অন্য আরেকটি টেলিভিশন চ্যানেলের এক সংবাদকর্মী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

ওই চ্যানেলের ক্যামেরা পার্সনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর প্রতিষ্ঠানের ৪৭ সহকর্মীকে ‘হোম কোয়ারেন্টাইন’-এ পাঠানো হয়েছে।

চ্যানেলটির সম্পাদক এক ভিডিওবার্তায় বলেছিলেন, ‘প্রত্যেককে জানানো যাচ্ছে যে, আমাদের টেলিভিশনে কর্মরত আমাদের এক সহকর্মীর শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। তিনি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন এবং দ্রুত সেরে উঠছেন।’

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় আরও ১১২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩০ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় প্রাণ গেছে আরও ১ জনের। এ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ জনে।

এইচএস/এফআর/পিআর