ভিডিও EN
  1. Home/
  2. গণমাধ্যম

১১ এপ্রিল পর্যন্ত বন্ধ ডিআরইউ, স্থগিত বৈশাখের অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৮:২৯ পিএম, ০২ এপ্রিল ২০২০

সংক্রামক ব্যাধি করোনাভাইরাসের প্রাদুর্ভাব থেকে সদস্য ও পরিবারের সুরক্ষায় আগামী ১১ এপ্রিল (শনিবার) পর্যন্ত ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) ক্যান্টিন, মিডিয়া সেন্টার, গেমস রুম ও বাগানের সব সেবা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

ডিআরইউ’র চলমান অ্যাম্বুলেন্স ও স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত থাকবে। ডিআরইউ’র অফিসও স্বল্প পরিসরে (দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত) খোলা থাকবে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির এক বৈঠকে সদস্যদের বৃহত্তর স্বার্থে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেয়া হয়। পরে রিপোর্টার্স ইউনিটির দফতর সম্পাদক মো. জাফর ইকবালের পাঠানো তথ্যে এ বিষয়ে জানা যায়।

নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে করোনাভাইরাসের সংক্রমণ রোধে এ সময়ের মধ্যে ডিআরইউ’র সব সদস্য, কর্মচারী, কর্মকর্তাকে ইউনিটি চত্বরে আসা থেকে বিরত থাকতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

করোনাভাইরাসের কারণে পহেলা বৈশাখ উদযাপনের কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে ডিআরইউ। পরিস্থিতি বিবেচনায় যথাসময়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। উদ্ভূত পরিস্থিতিতে সদস্যদের সহযোগিতা কামনা করেছে ইউনিটি।

ছুটির নোটিশে বলা হয়েছে, দেশব্যাপী করোনাভাইরাস মোকাবিলায় এবং এর বিস্তার রোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ প্রেক্ষাপটে ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত ডিআরইউর সাময়িক ছুটি ঘোষণা করা হলো।

এর আগে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছিল সরকার। এরই ধারাবাহিকতায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাময়িক ছুটি ছিল ডিআরইউতে। এরপর আজ তা বাড়ানো হলো।

এফএইচ/এফআর/এমকেএইচ