ভিডিও EN
  1. Home/
  2. গণমাধ্যম

কমিউনিটি রেডিওগুলোতে চলছে করোনা ভাইরাস প্রতিরোধ বিষয়ক প্রচারণা

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০২:৩০ পিএম, ১১ মার্চ ২০২০

১ মার্চ থেকে বাংলাদেশে সম্প্রচাররত কমিউনিটি রেডিওগুলো একযোগে বিরতিহীনভাবে করোনা ভাইরাস সম্পর্কে গ্রামীণ জনগোষ্ঠীকে সচেতন করতে সম্প্রচার করছে বিশেষ অনুষ্ঠান। জনসচেতনতামূলক এ অনুষ্ঠানের উল্লেখযোগ্য বিষয়বস্তু হলো- করোনা ভাইরাস কী? কেন ছড়ায়, কিভাবে ছড়ায়, রোগের লক্ষণ, চিকিৎসা এবং প্রতিরোধে করণীয় সম্পর্কে জনসাধারণকে তথ্য প্রদান করা।

বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) কেন্দ্রীয়ভাবে করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি পর্যবেক্ষণ ও বাংলাদেশ সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর), ইউনিসেফ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে প্রাপ্ত কোভিড-১৯: কৌশলগত প্রস্তুতি ও এ দুর্যোগ মোকাবেলায় করণীয় সম্পর্কে তথ্য সংগ্রহ করে অনুষ্ঠান নির্মাণের দিক-নির্দেশনাসহ সম্প্রচাররত কমিউনিটি রেডিও স্টেশনগুলোতে প্রেরণ করছে। এইসব তথ্যের উপর ভিত্তি করে কমিউনিটি রেডিওগুলো করোনা ভাইরাস প্রতিরোধমূলক রেডিও অনুষ্ঠান নির্মাণ ও সম্প্রচার করছে। এই প্রচারণা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় না আসা পর্যন্ত অব্যাহত থাকবে।

করোনা ভাইরাস নিয়ে কমিউনিটি রেডিওগুলো সম্মিলিতভাবে প্রতিদিন গড়ে প্রায় ৪ ঘণ্টা অনুষ্ঠান সম্প্রচার করছে। সম্প্রচারিত অনুষ্ঠানের মধ্যে রয়েছে- পাবলিক সার্ভিস অ্যানাউন্সমেন্ট (পিএসএ), কথিকা, স্পট, জিঙ্গেল, নাটিকা, আলোচনা, বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ও সাক্ষাৎকার ইত্যাদি। এ সমস্ত অনুষ্ঠানের মাধ্যমে সংক্রমণ কিভাবে ছড়ায়, সংক্রমণের সাধারণ লক্ষণসমূহ এবং প্রতিরোধে করণীয় সম্পর্কে নানাবিধ তথ্য ও পরামর্শ প্রদান করা হচ্ছে।

প্রতিটি কমিউনিটি রেডিও স্টেশনে একজন সম্প্রচারকারীকে এ কর্মসূচি সমন্বয়ের জন্য দায়িত্ব দেয়া হয়েছে। কমিউনিটি রেডিও পর্যায়ে সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন যথাক্রমে- রেডিও চিলমারী, কুড়িগ্রাম- লুৎফুননাহার হেপী, সেল: ০১৭২৩৫৭৭৭৪০; রেডিও সারাবেলা, গাইবান্ধা- আঁখি আকতার, সেল:০১৭৫৭৫৩৪০৯২; রেডিও মুক্তি, বগুড়া- মোহাইমানুল ইসলাম রাফী, সেল: ০১৭৭৩৫২২৩৮০; রেডিও মহানন্দা, চাঁপাইনবাবগঞ্জ- রেজাউল করিম, সেল: ০১৭২৩৯৬৭৯১২; রেডিও পদ্মা, রাজশাহী- আসাদ আকন্দ, সেল: ০১৭১১২৮৩৭৬২; রেডিও বড়াল, বাঘা, রাজশাহী- মোঃ মাসুদ রানা, সেল: ০১২৪৪৪২৪৭০৬; রেডিও ঝিনূক, ঝিনাইদহ- মোঃ ইমন হাসান, সেল: ০১৭৬৩৯১৯০৭৩; রেডিও নলতা, কালীগঞ্জ, সাতক্ষীরা- মামুন হোসেন, সেল: ০১৭৮৯৫১১৫৭১; রেডিও লোকবেতার, বরগুনা- মোঃ সালমান, সেল: ০১৭৭১৪৮০৪৫৭; কৃষি রেডিও, আমতলী, বরগুনা- মোঃ শামীম মৃধা, সেল: ০১৭১৩৬৮৮৮৮৯; রেডিও মেঘনা, চরফ্যাশন ভোলা থেকে কনিকা রানী, সেল: ০১৭০৮১২০৩৯০; রেডিও সাগরদ্বীপ, হাতিয়া, নোয়াখালী- আফসার হোসেন, সেল: ০১৭৪৫৩৮৫৬৮০; রেডিও সাগরগিরি, সীতাকুন্ড, চট্টগ্রাম- মোহাসেনা মিনা, সেল: ০১৮৪৯২৬৬৫৫৮; রেডিও নাফ, টেকনাফ, কক্সবাজার- মো. আজিজ, সেল: ০১৮৩৭৫৯৫৪০০; রেডিও পল্লীকন্ঠ, মৌলভীবাজার- মো. আল আমীন, সেল: ০১৭১৮১৯৯০৫৬; রেডিও বিক্রমপুর, মুন্সিগঞ্জ- মশিউর রহমান, সেল: ০১৬১৪২০২৯১০।

প্রয়োজনীয় তথ্যের জন্য বিএনএনআরসির সমন্বয়কারীর সঙ্গে যোগাযোগ: মার্ক মানস সাহা, সেল: ০১৭১২ ১৪৪ ১৮০।

এনএফ/পিআর