১৭ বছরে পা দিলো চ্যানেল আই
হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে ১৭ বছরে পা দিলো দেশের প্রথম ডিজিটাল বাংলা টেলিভিশন চ্যানেল আই। স্বর্ণালী সতেরো শ্লোগানে ১৭ বছরে পদার্পণের প্রথম প্রহরে উৎসবে মাতে ইমপ্রেস পরিবারের সদস্য এবং শুভানুধ্যায়ীরা।
বুধবার দিবাগত রাত ১২টা ১ মিনিট, শুরু হয় উৎসব। তেজগাঁওয়ে নিজস্ব ভবনে চ্যানেল আই ১৭ বছরে পদার্পনের প্রথম প্রহরেই আনন্দের বন্যা। জন্মদিনের কেক কাটার উৎসবে যোগ দেন চ্যানেল আই পরিচালনা পর্ষদ সব সদস্য, তাদের পরিবার এবং শুভ্যানুধ্যায়ীরা।
১৯৯৯ সালের ১ অক্টোবর যাত্রা শুরু করে দেশপ্রেম, নিষ্ঠা আর গণমুখী চেতনায় কাজ করে অল্প সময়েই চ্যানেল আই পৌঁছে যায় মানুষের খুব কাছাকাছি। ১৭ বছরে পদার্পনের প্রথম প্রহরে আরো অনেক দূর এগিয়ে যাওয়ার প্রত্যাশা। গণমুখী নানা অনুষ্টানেরর পাশাপাশি ২০০১ সালের ১ অক্টোবরে সূচনা হয় আরেক অধ্যায়ের। চ্যানেল আই সংবাদের যাত্রা।
জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় প্রচার হবে গানে গানে সকাল শুরু অনুষ্ঠানের বিশেষ পর্ব। এরপর দেশ-বিদেশের দর্শকদের শুভেচ্ছা বার্তা নিয়ে অনুষ্ঠান আমার চ্যানেল আই। সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত একটানা প্রচার হবে স্বর্ণালি সতের-তে পদার্পণ উপলক্ষে চ্যানেল আই প্রাঙ্গণ থেকে সরাসরি অনুষ্ঠান ১৭ বছরে চ্যানেল আই।
সন্ধ্যা ৬ টা ১০ মিনিটে প্রচার হবে ফরিদুর রেজা সাগরের রচনা ও আফজাল হোসেনের পরিচালনায় ছোটকাকু সিরিজ নিয়ে ধারাবাহিক নাটক দিনদুপুরে দিনাজপুরে। সন্ধ্যা ৭টায় বর্ণাঢ্য আয়োজনে কেক কাটা ও আতশবাজির মধ্যদিয়ে নিজস্ব প্রাঙ্গণে শেষ হবে চ্যানেল আইয়ের ১৭ বছরে পদার্পণের আনুষ্ঠানিকতা।
জন্মদিন উপলক্ষে সন্ধ্যা সাড়ে ৭টায় প্রচার হবে হুমায়ূন আহমেদ রচিত নাটক অয়োময়। রাত সাড়ে ১১টায় প্রচার হবে মুকিত মজুমদার বাবুর উপস্থাপনা ও পরিচালনায় প্রকৃতি ও জীবনের বিশেষ একটি পর্ব।
বিএ