প্রবীর সিকদারকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি
তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় সাংবাদিক প্রবীর সিকদারের জামিন বহাল রেখে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুরের ১ নং আমলী আদালতের বিচারিক হামিদুল ইসলাম এ আদেশ দেন।
সাংবাদিক প্রবীর সিকদার এর আইনজীবী মোস্তফা জামান উজ্জ্বল জানান, তার একটি পা না থাকার কারণে কৃর্তিম পা দিয়ে চলাফেরা করতে হয়। তাই শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে আদালতের নিকট ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির জন্য আবেদন করা হয়। আদালত তার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে আবেদনটি মঞ্জুর করে। আগামী ৬ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেন। এ সময় রাষ্ট্রপক্ষের কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না।
প্রসঙ্গত, তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা একটি মামলায় গত ১৬ আগস্ট ঢাকায় নিজ কার্যালয় থেকে প্রবীর সিকদারকে আটক করে রাতেই ফরিদপুরে নিয়ে আসে পুলিশ। পরে ১৭ আগস্ট সন্ধ্যায় আদালতে হাজির করা হলে আদালতের কার্যক্রম শেষ হয়ে যাওয়ায় প্রবীরকে জেলহাজতে পাঠানো হয়। পরদিন ১৮ আগস্ট ১০ দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে হাজির করা হলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর পরদিন ১৯ আগস্ট রিমান্ড শেষ হওয়ার আগেই আদালত সাংবাদিক প্রবীর এর জামিন মঞ্জুর করেন।
এসএস/পিআর