ভিডিও EN
  1. Home/
  2. গণমাধ্যম

স্যুটকেসে বণিক বার্তার বিজ্ঞাপন সহকারীর লাশ

প্রকাশিত: ০৯:২৯ এএম, ১৮ সেপ্টেম্বর ২০১৫

রাজধানীর খিলক্ষেতের একটি মেসে স্যুটকেসের ভেতর থেকে দৈনিক বণিক বার্তা পত্রিকার বিজ্ঞাপন বিভাগের সহকারী ব্যবস্থাপক (এএম) জাহাঙ্গীর আলমের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে খিলক্ষেতের নামাপাড়া এলাকার একটি মেস থেকে তার লাশ উদ্ধার করে খিলগাঁও থানা পুলিশ।

এ ঘটনায় জাহাঙ্গীরের খালাতো ভাই ফয়সালসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। নিহতের পরিবার তেজগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
 
বিষয়টি নিশ্চিত করেছেন খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল হক। তিনি জানান, জাহাঙ্গীর আলম রাজধানীর তেজগাঁওয়ে মনিপুরী পাড়ায় থাকতেন। গত ১৫ সেপ্টেম্বর থেকে নিখোঁজ তিনি। শুক্রবার সকালে নামাপাড়ার একটি মেসের স্যুটকেসের ভেতর থেকে জাহাঙ্গীরের লাশ উদ্ধার করা হয়েছে।
 
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহতের খালাতো ভাই ফয়সাল এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারেন। তাকে ঢাকার ধামরাই থেকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

জেইউ/এসকেডি/এমএস