ভিডিও EN
  1. Home/
  2. গণমাধ্যম

ক্যাম্পাস জার্নালিজম অ্যাওয়ার্ড পেলেন ঢাবির ৫ প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৫২ এএম, ০৮ সেপ্টেম্বর ২০১৫

‘এমটিবি-ডুয়া ক্যাম্পাস জার্নালিজম অ্যাওয়ার্ড-২০১৫’ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেক্ট্রনিক মিডিয়ার ৫ জন বিশ্ববিদ্যালয় প্রতিবেদক। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) ও ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুয়া) এর যৌথ উদ্যোগে এ পুরস্কার প্রদান করা হয়।

মঙ্গলবার দুপুর পৌনে ১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সেরা রির্পোটিংয়ের জন্য তাদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

অনলাইন, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় ৩টি ক্যাটাগরিতে এ পুরস্কার প্রদান করা হয়। প্রিন্টে ৩টি পুরস্কারের মধ্যে রয়েছে প্রথম স্থান ২৫ হাজার টাকার একটি চেক, একটি সার্টিফিকেট ও একটি ক্রেস্ট, দ্বিতীয় পুরস্কার ১৫ হাজার টাকার ১টি চেক, ১টি সার্টিফিকেট ও একটি ক্রেস্ট, তৃতীয় পুরস্কার ১০ হাজার টাকার ১টি চেক, ১টি সার্টিফিকেট ও একটি ক্রেস্ট; অনলাইনে ১টি পুরস্কারের জন্য নগদ ২৫ হাজার টাকার ১টি চেক, ১টি সার্টিফিকেট ও একটি ক্রেস্ট এবং ইলেক্ট্রনিক ১টি পুরস্কারের জন্য নগদ ২৫ হাজার টাকার ১টি চেক, ১টি সার্টিফিকেট ও একটি ক্রেস্ট।

পুরস্কার প্রাপ্তরা হলেন : প্রিন্ট ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করেছেন দৈনিক যুগান্তরের বিশ্ববিদ্যালয় রির্পোটার মাহমুদুল হাসান নয়ন, দ্বিতীয় স্থান অধিকার করেছেন দৈনিক নয়াদিগন্তের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক তৌহিদুর রহমান এবং তৃতীয় স্থান অধিকার করেছেন দৈনিক কালের কণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রফিকুল ইসলাম।

ইলেক্ট্রনিক ক্যাটাগরির একটি পুরস্কার পেয়েছেন রেডিও টুডের ক্যাম্পাস রিপোর্টার ইকরাম হোসাইন এবং অনলাইন ক্যাটাগরির একটি পুরস্কার পেয়েছেন প্রথম আলোর অনলাইন ভার্সনের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক আসিফুর রহমান।

ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুয়া) এর সভাপতি রকিব উদ্দিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমিরেটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান, বিশেষ অথিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম এ খান, অঞ্জন চৌধুরী, ঢাবি সাংবাদিক সমিতির সভাপতি আসিফুর রহমান, সাধারণ সম্পাদক লালন মাহমুদ প্রমূখ।

উল্লেখ্য, ক্যাম্পাস ভিত্তিক তরুণ সাংবাদিকদের উৎসাহিত করার লক্ষ্যে এমটিবির সাবেক চেয়ারম্যান ও ব্যবসায়ীক উদ্যোক্তা প্রয়াত স্যামসন এইচ চৌধুরীর নামকে স্মরণীয় করে রাখতে গত বছর থেকে এ অ্যাওয়ার্ড চালু করা হয়।

এমএইচ/আরআইপি