সরকারি খরচে হজে যাচ্ছেন ১০ সাংবাদিক
ধর্মপ্রাণ মুসলমান হিসেবে সরকারি তালিকায় ঠাঁই মিলেছে ১০ সাংবাদিকের। এবার তাঁরা সরকারি খরচে পবিত্র হজ পালনের সুযোগ পাচ্ছেন।
তালিকাভুক্ত সাংবাদিকরা হলেন- খুলনা প্রেসক্লাবের সভাপতি মকবুল হোসেন মিন্টু, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য ফটো সাংবাদিক মতিউর রহমান সেন্টু, ঢাকা সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহিদুল আলম আর্টিস্ট, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (চট্টগ্রাম) এর যুগ্ম মহাসচিব আসিফ কবীর, রিপোর্টার দুলাল হোসেন, ময়মনসিংহ প্রেসক্লাবের সাংবাদিক মীর গোলাম মোস্তফা ও বাবুল হোসেন।
এছাড়া শেখ নজরুল ইসলাম ও ফরাজী আজমল হোসাইন নামে একটি জাতীয় দৈনিক ও বেসরকারি টেলিভিশন চ্যানেলের দু’জন সাংবাদিক রয়েছেন। তবে তাদের দু’জনের নাম তালিকায় থাকলেও নামের পাশে সাংবাদিক লেখা নেই।
এ বিষয়ে তালিকাভুক্ত রিপোর্টার দুলাল হোসেন জাগো নিউজকে জানান, রোববার তারা পাসপোর্ট জমা দেবেন।
এমইউ/এসএইচএস/এমএস
সর্বশেষ - গণমাধ্যম
- ১ বাতিল অ্যাক্রিডিটেশন কার্ড পুনর্বিবেচনা করবে পিআইডি
- ২ গণমাধ্যমে প্রতিবন্ধীদের বিষয়ে সংবেদনশীলতা নিশ্চিতের আহ্বান
- ৩ বিজয় দিবস উপলক্ষে ডিএসইসি সদস্যদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প
- ৪ ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ১৬ সাংবাদিক
- ৫ তৃতীয়বার ব্র্যাক মাইগ্রেশন অ্যাওয়ার্ড পেলেন জাগো নিউজের জাহাঙ্গীর