ভিডিও EN
  1. Home/
  2. গণমাধ্যম

জাগো নিউজের বুথে উপচেপড়া ভিড়

প্রকাশিত: ০৩:২৯ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০১৫

দেশে ইন্টারনেট প্রযুক্তির ব্যবহার বাড়াতে শনিবার দুপুর থেকে রাজধানীর বনানী মাঠে শুরু হয়েছে ইন্টারনেট উৎসব। ইন্টারনেট উৎসবে বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠানের পা্শাপাশি অংশ নিয়েছে দেশের অন্যতম অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম

পাঠকদেরকে ইন্টারনেট উৎসবের সার্বক্ষনিক খবর জানাতে জাগো নিউজের পক্ষ থেকে উৎসব প্রাঙ্গণে একটি বুথ নেওয়া হয়েছে। বিভিন্ন বয়সী দর্শকদের  উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে এ বুথে। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত জাহান জাগোনিউজ২৪. কমের ওয়েবসাইট ভিজিট করার পর বলেন, এ নিউজ পোর্টালের জেলা ক্যাটাগরি তার খুব ভাল লেগেছে এবং তিনি তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে জাগো নিউজের ফেসবুক গ্রুপে যুক্ত হোন।

আহসান নামে অপর এক দর্শক বলেন, আমি অনেকদিন ধরেই জাগো নিউজ পড়ি। ইদানিং জাগো নিউজের স্বাস্থ্য বিষয়ক খবরগুলো বেশ নজর কেড়েছে।

উল্লেখ্য, জাগো নিউজের তিনজন প্রতিবেদক ইন্টারনেট উৎসবের মাঠ থেকে এই উৎসবের সবশেষ খবর জানাচ্ছেন। তাই ইন্টারনেট উৎসবের সবশেষ খবর জানতে জাগো নিউজের সঙ্গেই থাকুন।

এআরএস/আরআইপি