ভিডিও EN
  1. Home/
  2. গণমাধ্যম

রাজশাহীতে সাংবাদিক সংস্থার নির্বাচন ১১ সেপ্টেম্বর

প্রকাশিত: ০৪:২৬ এএম, ০৫ সেপ্টেম্বর ২০১৫

১১ সেপ্টেম্বর শুক্রবার জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে জেলা শাখার ২২টি ও উপজেলা শাখাসমূহের ২১টিসহ মোট ৪৩জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

১৩টি পদের বিপরীতে মনোনয়ন পত্র উত্তোলন হয় ২০টি। যাচাই বাছাই শেষে ২টি মনোনয়ন পত্র বাতিল হয়ে ১৮টি মনোনয়ন পত্র বৈধ বলে বিবেচিত হয়। ১৩টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদক ও যুগ্ম সম্পাদক পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

সভাপতি পদে উত্তরা প্রতিদিন পত্রিকার সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ বাবলু ও দৈনিক রাজশাহীর আলো পত্রিকার সম্পাদক আজিবার রহমান, সাধারণ সম্পাদক পদে চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার আবু সালেহ মোহাম্মদ ফাত্তাহ ও সময়ের কথা২৪ডটকম এর সম্পাদক ইয়াকুব শিকদার, যুগ্ম সম্পাদক পদে বার্তা সংস্থা এফএনএস এর রাজশাহী বিভাগীয় প্রতিনিধি এসএইচএম তরিকুল ইসলাম ও দৈনিক আমাদের রাজশাহীর সিনিয়র স্টাফ রিপোর্টার ইসমাইল হোসেন হুমায়ূন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে, ১০টি পদের বিপরীতে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় ওই ১০ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন, ব্লাস্ট রাজশাহীর সমন্বয়ক অ্যাড. আব্দুস সামাদ ও রাজশাহী সিটি প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ জুলফিকার ও উত্তরা গ্রুপের মহাব্যবস্থাপক ওহিদুর রশীদ।

শাহরিয়ার অনতু/এসএস/এমএস