ভিডিও EN
  1. Home/
  2. গণমাধ্যম

কোটালীপাড়ায় ৪ সাংবাদিক সন্ত্রাসী হামলার শিকার

প্রকাশিত: ১০:২৭ এএম, ২৩ আগস্ট ২০১৫

গোপালগঞ্জের কোটালীপাড়ায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন চার সাংবাদিক। শনিবার সন্ধ্যায় তারা এ হামলার শিকার হন।

জানা গেছে, কোটালীপাড়া উপজেলার রামশীল ইউনিয়নের পূর্ব রামশীল গ্রামে একটি রাস্তা নির্মাণকে কেন্দ্র করে খ্রিস্টান ও হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে বিরোধের সংবাদ সংগ্রহ করতে গেলে এলাকার চিহ্নিত সন্ত্রাসী সাংবাদিকদের উপর হামলা চালান।

জানা গেছে, সন্ত্রাসী তমাল বাড়ৈ, অরুন মল্লিক, অ্যাপোলো তালুকদার, মনু মল্লিক ও পুলিন জয়ধর তাদের সন্ত্রাসী বাহিনী নিয়ে এ হামলা পরিচালনা করেন। হামলায় কোটালীপাড়া প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান বুলু, দৈনিক যুগান্ততরের কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি এইচ এম মেহেদী হাসানাত, দৈনিক সমকাল প্রতিনিধি রতন সেন কংকন, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি গৌরাঙ্গ লাল দাস আহত হন। এসময় ওই সন্ত্রাসী বাহিনী সাংবাদিকদের কাছে থাকা ক্যামেরা কেড়ে নিয়ে ভাঙচুর করেন।
 
এ ঘটনায় দৈনিক যুগান্তরের কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি এইচ এম মেহেদী হাসানাত বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

কোটালীপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জাগো নিউজকে বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে সাংবাদিকদের উপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন জেলায় কর্মরত সাংবাদিকরা।

এস এম হুমাযূন কবীর/এমজেড/আরআইপি