ভিডিও EN
  1. Home/
  2. গণমাধ্যম

প্রবীর সিকদারের মুক্তির দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ০৮:৩৬ এএম, ১৯ আগস্ট ২০১৫

সাংবাদিক প্রবীর সিকদারের গ্রেফতারের প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তি এবং আইসিটি অ্যাক্ট এর ৫৭ ধারা বিলুপ্তির দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর সদর রোড টাউন হল চত্বর থেকে `সাংবাদিক সমাজের` ব্যানারে বরিশালের বিভিন্ন উপজেলা ও জেলার সাংবাদিকরা বিক্ষোভ মিছিল বের করে।

এর আগে টাউন হলের সামনে সদর রোডে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সাংবাদিক নেতৃবৃন্দ প্রবীর সিকদারের মুক্তি ও আইসিটি অ্যাক্ট এর ৫৭ ধারা বিলুপ্তির দাবি জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন `সাংবাদিক সমাজের` আহ্বায়ক মীর মনিরুজ্জামান। এছাড়া বক্তব্য রাখেন, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান স্বপন, উজিরপুর প্রেসক্লাবের সহ-সভাপতি কল্যাণ কুমার চন্দ, আগৈলঝাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি অপূর্ব লাল সরকারসহ অন্যান্যরা।

এ সময় একাত্মতা প্রকাশ করে আরো বক্তব্য রাখেন, বরিশাল টেলিভিশন মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি মো. হুমায়ুন কবির। এছাড়া উজিরপুর, বাকেরগঞ্জ, মেহেন্দিগঞ্জ ও দুমকি উপজেলর সাংবাদিকরা কর্মসূচিতে অংশ নেন।

সাইফ আমীন/এসএস/পিআর