ভিডিও EN
  1. Home/
  2. গণমাধ্যম

আইসিটি আইনে সাংবাদিক প্রবীর সিকদার গ্রেফতার

প্রকাশিত: ০৯:২৯ এএম, ১৭ আগস্ট ২০১৫

ডিবি পুলিশের হাতে গ্রেফতার হওয়া অনলাইন পত্রিকা উত্তরাধিকার ৭১ নিউজের সম্পাদক ও প্রকাশক প্রবীর সিকদারকে ফরিদপুর কোতয়ালী থানা পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এর আগে রোববার সন্ধ্যায় ঢাকার ইন্দিরা রোডের পত্রিকা কার্যালয় থেকে তাকে  গ্রেফতার করা হয়।

ফরিদপুর কোতয়ালী থানা সূত্রে জানা গেছে, ফরিদপুর আদালতের এপিপি স্বপন পাল প্রবীর সিকদারের বিরুদ্ধে রোববার ফরিদপুর কোতয়ালী থানায় তথ্য প্রযুক্তি আইন-২০০৬ সালের (সংশোধিত-২০১৩) এর ৫৭ (১) ধারায় একটি মামলা করেন। ওই মামলায় প্রবীর সিকদারকে গ্রেফতার দেখানো হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, প্রবীর সিকদারের দেয়া একটি ফেসবুক স্ট্যাটাসে স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের সুনাম ক্ষুণ্ণ হওয়ায় তিনি (স্বপন পাল) সংক্ষুব্ধ হয়ে মামলা করেছেন।

সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান জানান, প্রবীর সিকদারকে দ্রুত পরবর্তী আইন প্রক্রিয়ায় নেয়া হবে।

এসএস/এমআরআই