ভিডিও EN
  1. Home/
  2. গণমাধ্যম

নতুন নেতৃত্ব পেল রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন

প্রকাশিত: ০৪:১৯ এএম, ০৭ আগস্ট ২০১৫

রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব পেল রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন আহসান হাবিব অপু ও সাধারণ সম্পাদক বদরুল হাসান লিটন।

নির্বাচন কমিশনার মোস্তাফিজুর রহমান খান আলম জাগো নিউজকে বলেন, বৃহস্পতিবার রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবে স্থাপিত নির্বাচন কার্যালয়ে সকাল ১০টা থেকে বিরতিহীনভাবে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণের সময় থাকলেও দুপুর ১টার মধ্যে শতভাগ ভোট গ্রহণ সম্পন্ন হয়। গণনা শেষে বেলা ৩টার দিকে ফলাফল ঘোষণা করা হয়।

এতে ইনডিপেনডেন্ট টিভির রাজশাহী ব্যুরো প্রধান আহসান হাবিব অপু ২৫ ভোট পেয়ে সভাপতি এবং একুশে টেলিভিশনের রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটন ২২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

এছাড়াও সহসভাপতির দুইটি পদে বৈশাখী টিভির রাজশাহী প্রতিনিধি আব্দুস সাত্তার ডলার ২৪ ভোট, ইনডিপেন্ডেন্ট টিভির ভিডিওগ্রাফার ২৫ ভোট, যুগ্ম সাধারণ সম্পাদক পদে এনটিভির স্টাফ ক্যামেরাম্যান ২০ ভোট, কোষাধ্যক্ষ পদে দেশ টিভির ক্যামেরাম্যান সোহেল রানা ২০ ভোট, দফতর সম্পাদক পদে সময় টিভির স্টাফ রিপোর্টার সাইফুর রহমান রকি ২৫ ভোট, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক দেশ টিভির রাজশাহী বিভাগীয় প্রতিনিধি এসএম আতিক ২৬ ভোট, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে সময় টিভির চিত্র সাংবাদিক হাবিবুর রহমান পাপ্পু ১৯ ভোট, নির্বাহী সদস্যের তিনটি পদে যমুনা টিভি স্টাফ রিপোর্টার সোহরাব হোসেন ৩১ ভোট, মাছরাঙ্গা টিভির ভিডিওগ্রাফার মাহাফুজুর রহমান রুবেল ৩১ ভোট ও এসএ টিভির ক্যামেপারর্সন আবু সাঈদ ২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে একাত্তর টিভির ক্যামেরাম্যান মেহেদী হাসান ও চ্যানেল-২৪ এর ক্যামেরাম্যান রায়হানুল ইসলাম ১৪ ভোট করে পেয়েছেন। সমান ভোট পাওয়ায় নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী প্রথম বছর মেহেদী হাসান ও দ্বিতীয় বছর রায়হানুল হক রায়হান দায়িত্ব পালন করবেন।

টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের এ নির্বাচনে ১৩টি পদের বিপরীতে মোট ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এ নির্বাচনে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করা অপর দুইজন হলেন, আইনজীবী মমিনুল ইসলাম বাবু ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মামুন অর রশিদ।

শাহরিয়ার অনতু/এমজেড/এমএস