ডিএমপির ভুয়া সাংবাদিক বিরোধী অভিযান
রাজধানীতে ভুয়া সাংবাদিক ও প্রেস লেখা মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পর্যন্ত রাজধানীর মিরপুর এলাকায় প্রেস লেখা মোটরসাইকেলের বিরুদ্ধে প্রথম অভিযান শুরু হয়। এ অভিযান ডিএমপি’র ট্রাফিক বিভাগ, মিরপুর বিভাগ, মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস বিভাগ ও ক্র্যাব-এর নেতৃবৃন্দের সমন্বয়ে পরিচালিত হয়।
রাজধানীতে কিছু অসাধু লোক গাড়িতে প্রেস লিখে সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজিসহ নানা ধরনের অপরাধ করছে। তার কারণে সাংবাদিকদের বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। সেকারণে সাংবাদিকরা ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে অভিযান চালাতে ডিএমপি কমিশনারকে অনুরোধ জানান। এরই প্রেক্ষিতে ডিএমপি কমিশনার ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিলে এই অভিযান শুরু হয়।
ডিএমপি’র মিডিয়া সূত্রে জানা যায়, অভিযানে শতাধিক মোটরসাইকেল-এর কাগজপত্র পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৩৩টি মোটরসাইকেলের চালকের বিরুদ্ধে মামলা করা হয়। পাশাপাশি কাগজপত্র না থাকায় ১৭টি গাড়ি আটক করা হয়। এ সময় প্রেস লেখা ৪টি গাড়ি আটক করা হয়।
ডিএমপির পক্ষে ডিসি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস মাসুদুর রহমান, এডিসি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস মোহাম্মদ সাইদুর রহমান এবং বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের পক্ষে সভাপতি আখতারুজ্জামান লাভলু, সাধারণ সম্পাদক আবু সালেহ আকনসহ অন্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সর্বশেষ - গণমাধ্যম
- ১ নিউইয়র্ক আইনসভার বিশেষ সন্মাননা পেলেন কেরামত উল্লাহ বিপ্লব
- ২ গণমাধ্যম সংস্কারে কমিশনকে সহযোগিতার আশ্বাস সাংবাদিক নেতাদের
- ৩ বাতিল অ্যাক্রিডিটেশন কার্ড পুনর্বিবেচনা করবে পিআইডি
- ৪ গণমাধ্যমে প্রতিবন্ধীদের বিষয়ে সংবেদনশীলতা নিশ্চিতের আহ্বান
- ৫ বিজয় দিবস উপলক্ষে ডিএসইসি সদস্যদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প