ভিডিও EN
  1. Home/
  2. গণমাধ্যম

রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নির্বাচনে ২৪ প্রার্থী

প্রকাশিত: ০৫:১২ পিএম, ০৩ আগস্ট ২০১৫

রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ২০১৫-২০১৭ দ্বি-বার্ষিক নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ছিল সোমবার। এ উপলক্ষে সন্ধ্যায় নির্ধারিত সময়ে রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবের নির্বাচনী কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার মুস্তাফিজুর রহমান খান আলম প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে সাতজন প্রার্থীতা প্রত্যাহার করলে ২৪ জনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেন।

এসময় নির্বাচন কমিশনার মোমিনুল ইসলাম বাবু ও মামুন-অর-রশীদসহ বিভিন্ন পদের প্রার্থীরা উপস্থিত ছিলেন। এর আগে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নির্বাচনের ১৩টি পদের বিপরীতে মোট ৩৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র উত্তোলন করেন।

প্রার্থীতা প্রত্যাহার শেষে সভাপতি পদে আব্দুল জাবিদ অপু (যমুনা টিভি) ও শ.ম সাজু (এনটিভি) তাদের প্রার্থীতা প্রত্যাহার করলে ওই পদে আহসান হবীব অপু (ইনডিপেন্ডন্ট টিভি) ও আজিজুল ইসলাম (বিটিভি), সাধারণ সম্পাদক পদে আব্দুল জাবিদ অপু (যমুনা টিভি) ও আহসান হাবীব অপু (ইনডিপেন্ডন্ট টিভি) তাদের প্রার্থীতা প্রত্যাহার করলে বদরুল হাসান লিটন (একুশে টিভি) ও জিয়াউল গণি সেলিম (এসএ টিভি), সহ-সভাপতির দুটি পদে জিয়াউল গণি সেলিম (এসএ টিভি) প্রার্থীতা প্রত্যাহার করলে মেহেদী হাসান শ্যামল (মোহনা টিভি), জাফর ইকবাল লিটন (ইনডিপেন্ডন্ট টিভি) ও আব্দুস সাত্তার ডলার (বৈশাখী টিভি), যুগ্ম-সাধারণ সম্পদক পদে রাশেদুল হক রুশো (একাত্তর টিভি) ও শরিফুজ্জামান রয়েল (এনটিভি), সাংগঠনিক সম্পাদক পদে মাইনুল হাসান জনি (ইনডিপেন্ডন্ট টিভি), রায়হানুল ইসলাম (চ্যানেল টুয়েন্টিফোর) ও মেহেদী হাসান (একাত্তর টিভি), কোষাধ্যক্ষ পদে আরআইএম গোলাম রাব্বানী (মাছরাঙা) ও সোহেল রানা (দেশটিভি), দফতর সম্পাদক সাইফুর রহমান রকি (সময় টিভি) ও জসীম উদ্দিন (বাংলাভিশন), শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক পদে ইউ আদনান (জিটিভি) প্রার্থীতা প্রত্যাহর করলে এসএম আতিক (দেশটিভি) ও মোত্তাফিজুর রহমান সোহান (চ্যানেল আই), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে রাসেল মোস্তাফিজ (চ্যানেল টুয়েন্টিফোর) ও হাবিবুর রহমান পাপ্পু (সময় টিভি) এবং নির্বাহী সদস্যের তিনটি পদে সৌরভ হাবিব (এটিএন নিউজ) প্রার্থীতা প্রত্যাহার করলে সোহরাব হোসেন (যমুনা টিভি), আবু সাঈদ (এসএ টিভি), মাহফুজুর রহমান রুবেল (মাছরাঙা) ও হাসান আল মবীন মামুন (একুশে টিভি) প্রতিদ্বন্দ্বিতা করবেন।

মনোনয়োনপত্র গ্রহণ করেন মোট ৩৩ জন, জমা দেন ৩১ জন, প্রার্থীতা প্রত্যাহার করেন সাতজন, চূড়ান্ত তালিকা ১৩টি পদের বিপরীতে ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

তফসিল অনুযায়ী আগামী ৬ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এদিন দুপুর ৩টা থেকে ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে বলে জানান নির্বাচন কমিশনার মোমিনুল ইসলাম বাবু ও মামুন-অর-রশীদ।

শাহরিয়ার অনতু/বিএ