ভিডিও EN
  1. Home/
  2. গণমাধ্যম

এটিএন বাংলায় ফিরে জ. ই. মামুন যা বললেন

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২:৪৫ পিএম, ০৩ আগস্ট ২০১৫

অবশেষে নানা জল্পনা-কল্পনা ছাড়িয়ে আবারো এটিএন বাংলায় জ. ই. মামুন। রোববার প্রধান নির্বাহী সম্পাদক হিসেবে পুরনো এই কর্মস্থলে যোগ দিয়েছেন তিনি। যোগদান করে নিজের ব্যক্তিগত ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন সদ্য যমুনা টেলিভিশন ছেড়ে আসা জ. ই. মামুন। এছাড়া ফেসবুকে আপ করেছেন সহকর্মীদের সঙ্গে তোলা বেশ কিছু সেলফিও।

জ. ই. মামুন লিখেছেন, ‘আজ বন্ধু দিবস। এটিএন বাংলায় আমার বন্ধু সহকর্মীরা আমাকে এইদিনে এমন উষ্ণ অভ্যর্থনা উপহার দেবেন, কল্পনাও করিনি।’

তবে যমুনা টিভিতে আট মাসের পেশাজীবন নিয়ে মত তুলে ধরেছেন মামুন। তিনি যমুনার সঙ্গে আট মাসের পেশাজীবনকে "শিক্ষা সফর" বলে অভিহিত করেছেন। এমন অভিমত ইঙ্গিত করে, তিনি যমুনায় খুব ভালো ছিলেন না।
 
জ. ই. মামুন বলেছেন, শেষে আমার এটিএন বাংলায় প্রত্যাবর্তনকে ঘিরে যে আনন্দের উপলক্ষ এখানে ঘটেছে, আমার জীবনে বহু বছর এমন ঘটেনি। ধন্যবাদ এটিএন বাংলা পরিবারের প্রতিটি সদস্যকে, কৃতজ্ঞতা বন্ধুদের প্রতি, যাদের ভালোবাসায় আমি, এই অধম ধন্য।



এসএ/আরএস/এমআরআই