ভিডিও EN
  1. Home/
  2. গণমাধ্যম

জনপ্রিয়তা বেড়েছে বিটিভির

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:৪০ পিএম, ২১ জুন ২০১৮

বেসরকারি টেলিভিশন চালু হওয়ায় বিটিভির জনপ্রিয়তা কমে যাওয়ার কারণ নেই জানিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জনপ্রিয়তা পূর্বের থেকে আরও বৃদ্ধি পেয়েছে।

বৃহস্পতিবার (২১ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে মৌলভীবাজার-২ আসনের আব্দুল মতিনের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ইনু বলেন, টেলিভিশন দর্শকের ৮৩ শতাংশ বিটিভি (বাংলাদেশ টেলিভিশন) দেখেন। এখন পর্যন্ত দর্শকদের কাছে সব চেয়ে সমাদৃত চ্যানেল বিটিভি। অন্য যে কোনো সময়ের চেয়ে বিটিভি এখন জনমুখী দর্শক নন্দিত অনুষ্ঠান সম্প্রচার করে।

তথ্যমন্ত্রী বলেন, পুরানো অনেক অনুষ্ঠান বাদ দিয়ে সময়োপযোগী অনুষ্ঠান প্রচার হচ্ছে। এতে দর্শক জনপ্রিয়তা পূর্বের থেকে আরও বৃদ্ধি পেয়েছে।

সংসদ সদস্য দিদারুল আলমের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাংলাদেশ বেতারে প্রথম শ্রেণির ২৫৬ পদ শূন্য রয়েছে। ২৫৬টি পদের মধ্যে ১০০ পদের চাহিদাপত্র মন্ত্রণালয়ে পাঠান হয়েছে। এ ছাড়া দ্বিতীয় শ্রেণির ৭৭টি, তৃতীয় শ্রেণির ১৩৯টি এবং ৪র্থ শ্রেণির ৭৪ পদ শূন্য রয়েছে।

এ ছাড়া বাংলাদেশ টেলিভিশনে গ্রেড ২ থেকে গ্রেড ২০-এর রাজস্বখাতভুক্ত স্থায়ী অনুমোদিত পদ সংখ্যা ১৬০২টি ও শূন্য পদ ৪৫৭টি। অনুমোদিত স্থায়ী পদ ছাড়াও রাজস্বখাতভুক্ত অস্থায়ী পদ সংখ্যা ১২১টি এখানে শূন্য পদ ৬৩টি বলেও জানান তথ্যমন্ত্রী।

এইউএ/এএইচ/পিআর

আরও পড়ুন