ভিডিও EN
  1. Home/
  2. গণমাধ্যম

পাকিস্তানে জিও টিভির সাংবাদিক অপহরণ

প্রকাশিত: ১২:৫৫ পিএম, ২৫ জুলাই ২০১৫

পাকিস্তানে জিও টেলিভিশনের এক সাংবাদিককে অপহরণের পর নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। শনিবার ডনের এক প্রতিবেদনে এ তথ্য দেয়া হয়েছে।

জিও টিভির করাচি ব্যুরো প্রধান ফাহিম সিদ্দীকীকে করাচির নাজিমাবাদ এলাকা থেকে অপহরণ করে দুর্বৃত্তরা।  সিদ্দীকীর বরাত দিয়ে পুলিশ জানায়, বাড়ি থেকে বের হলে পুলিশের পোশাক পরিহিত তিন ব্যক্তি তার মোবাইল ফোন ও লাইসেন্সকৃত পিস্তল ছিনিয়ে নিয়ে তাকে একটি গাড়িতে তুলে নেয়। এরপর তারা ওই সাংবাদিককে মারধর করে। পরে দুর্বৃত্তরা ওই সাংবাদিককে ম্যাঘোপিরের হাব দাম এলাকায় ছেড়ে দেয়।

করাচি পশ্চিম জোনের পুলিশ কর্মকর্তা ফিরোজ শাহ বলেন, দুর্বৃত্তরা পুলিশের পোশাক পরিহিত হলেও তারা পুলিশের কর্মকর্তা নয়। অপরাধীদের ধরতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে তিনি জানান।

এসআইএস/আরআইপি