ভিডিও EN
  1. Home/
  2. গণমাধ্যম

মাগুরার প্রবীণ সাংবাদিক দীপক রায় চৌধুরী আর নেই

প্রকাশিত: ১২:৪৬ পিএম, ২৩ জুলাই ২০১৫

মাগুরার প্রবীণ সাংবাদিক অ্যাড. দীপক রায় চৌধুরী বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। বৃহস্পতিবার বিকালে মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দীপক রায় চৌধুরী কর্মজীবনে দৈনিক ইত্তেফাক পত্রিকার সূচনালগ্ন থেকেই মাগুরা প্রতিনিধি হিসাবে কর্মরত ছিলেন। এছাড়া ডেইলি ইনডিপেনডেন্ট ও সংবাদপত্র জগতের বিভিন্ন গুরুত্বপূর্ণ পত্রিকাসহ স্থানীয় পত্র পত্রিকার সঙ্গে জড়িত ছিলেন।

১৯৬০ সাল থেকে বিভিন্ন মেয়াদে তিনি মাগুরা প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়া মৃত্যুর আগ পর্যন্ত তিনি মাগুরা প্রেসক্লাবের আহ্বায়কের দায়িত্ব পালন করেন। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধকালে মুজিবনগর থেকে রক্তাক্ত বাংলার মুখপত্র, মুক্তিযোদ্ধাদের সহায়ক পত্রিকা, সাপ্তাহিক বাংলার ডাক প্রকাশ করেন। এছাড়া বিভিন্ন সাহিত্য ও প্রবন্ধে তাঁর অসংখ্য লেখা প্রকাশিত হয়েছে।

তিনি মাগুরা শিশু ও চক্ষু হাসপাতাল, সূর্যমুখী শিশু বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা। মাগুরা জেলা জজ আদালতে সিনিয়র অ্যাড. হিসেবেও কর্মরত ছিলেন।

মাগুরা জেলা যক্ষা নিরোধ সমিতি (নাটাব) এর জেলা শাখার সভাপতিসহ বেশ কয়েকটি সামাজিক প্রতিষ্ঠানের সাঙ্গেও জড়িত ছিলেন তিনি। দীপক রায় চৌধুরীর মৃত্যুতে মাগুরার সাংবাদিক অঙ্গণে নেমে এসেছে শোকের ছায়া।

এদিকে, তাঁর মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাড. শ্রী বীরেন শিকদার, সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব:) এটিএম আব্দুল ওয়াহাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শোক প্রকাশ করেছেন।

আরাফাত হোসেন/এআরএ/আরআই