ভিডিও EN
  1. Home/
  2. গণমাধ্যম

বিএফইউজে’র দ্বি-বার্ষিক কাউন্সিল শনিবার

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০১:৫৮ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৮

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে, একাংশ) দ্বি-বার্ষিক কাউন্সিল অধিবেশন আগামীকাল (শনিবার)। সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত ওই কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর।

কাউন্সিলের সভাপতিত্ব করবেন বিএফইউজে’র সভাপতি শওকত মাহমুদ। আগামী ২৫ ফেব্রুয়ারি (রোববার) ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

বিএফইউজের মহাসচিব এম আবদুল্লাহ ফেডারেশনের কাউন্সিলর ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজেসহ অঙ্গ ইউনিয়নের সদস্যবৃন্দকে উদ্বোধনী অধিবেশনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

উল্লেখ্য, ২৫ ফেব্রুয়ারি (রোববার) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিএফইউজে’র দ্বি-বার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের চেয়ারম্যান কায়কোবাদ মিলনের নেতৃত্বে ৫ সদস্যের কমিটি নির্বাচন পরিচালনা করবেন।

এফএইচএস/আরএস/পিআর

আরও পড়ুন