ভিডিও EN
  1. Home/
  2. গণমাধ্যম

বর্ষণমুখর সন্ধ্যায় ক্র্যাবের জমজমাট ইফতার পার্টি

প্রকাশিত: ০৪:০১ পিএম, ০৯ জুলাই ২০১৫

‘খবর পাইছেন তো? মিরপুর থানায় দুইজন অ্যারেষ্ট আছে।’ বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে বৃষ্টিতে কাকভেজা হয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নীচতলার ভিআইপি অডিটরিয়ামে ঢুকতে ঢুকতে একজন তরুণ সংবাদকর্মী তার সহকর্মীকে এ প্রশ্নটি করছিলেন। বেশ কিছুক্ষণ আগে থেকেই সেখানে বসেছিলেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ। তিনি মাথা ঘুরিয়ে তরুণদের একনজর দেখলেন। মৃদু হেসে সালাম বিনিময় করলেন।

ইফতারের সময় হতে তখন আর মাত্র কয়েক মিনিট বাকি। মাইকে ঘোষণা হলো এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।

মাইক হাতে নিয়ে র‌্যাবের ডিজি হেসে বললেন, সাধারণত ইফতারের দাওয়াতে গিয়ে হুজুর মাওলানাদের বক্তব্য শুনতে হয়, দোয়া দরুদ ও মোনাজাত করা হয়। আজ বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) ইফতারের দাওয়াতে এসে এর ব্যতিক্রম দেখলাম । উপস্থিত সবাই হেসে বললেন, সবাই আপনার কাছ থেকে কিছু কথা কথা শুনতে চায়। বৃহস্পতিবার বর্ষণমুখর দিনে ক্র্যাবের বার্ষিক ইফতার অনুষ্ঠানের প্রাক্কালে এমন খন্ড খন্ড বাক্যালাপ চলতে থাকে।

অপরাধ দমনে সদা ব্যস্ত থাকে পুলিশবাহিনী। আর অপরাধীদের খবর সংগ্রহে পুলিশের মতোই সদা ব্যস্ত থাকতে হয় রাজধানীর বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার অপরাধবিষয়ক (ক্রাইম) রিপোর্টারদের।

ইফতারের দাওয়াত উপলক্ষে ক্রাইম রিপোর্টার ও পুলিশ বাহিনীর সদস্যরা সেগুনবাগিচার ডিআরইউ অডিটরিয়ামে মিলিত হয়েছিলেন। নবীন প্রবীণ ক্রাইম রিপোর্টার, পুলিশের শীর্ষ ঊর্ধ্বতন কর্মকর্তা ও  সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতাদের সরব উপস্থিতিতে আজ ডিআরইউ ও ক্র্যাব চত্ত্বর জমজমাট হয়ে উঠেছিল।

ইফতারের দুই তিন ঘণ্টা আগে থেকেই বৃষ্টি হলেও তা উপেক্ষা করে ক্রাইম রিপোর্টাররা ইফতার অনুষ্ঠানে যোগ দেন। কুশল বিনিময়ের পাশাপাশি ক্রাইম রিপোর্টারা সন্ধ্যার পর অফিসে গিয়ে কি লিখতে হবে, আজ রাজধানীতে কি কি ঘটনা ঘটল তা নিয়ে আলোচনা করছিলেন।

ক্র্যাব সভাপতি ঈশারফ হোসেন ঈশা ও সাধারন সম্পাদক কামরুজ্জামান খান বিভিন্ন টেবিলে ঘুরে ঘুরে কুশল বিনিময়ের পাশাপাশি ইফতার অনুষ্ঠানের শেষ মুহূর্তেও আয়োজন ঠিকমতো হচ্ছে কি না তা তদারকি করছিলেন।

ক্র্যাব সভাপতি জাগো নিউজকে জানান, রেওয়াজ অনুযায়ী প্রতি বছর ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানকে কেন্দ্র করে সবাই একসাথে মিলিত হওয়ার সুযোগ পাওয়া যায়। প্রায় পাঁচশ লোকের আয়োজন করা হয়েছে বলে তিনি জানান।

ক্র্যাবের সাধারন সম্পাদক কামরুজ্জামান খান জানান, ইফতারের মেন্যুতে খেজুর, মুড়ি, ছোলা, ডিমচপ, বেগুনি, আম, মাল্টা, শরবত, জুস ও পানি রাখা হয়েছে। এছাড়া পুরোনো ঢাকার ঐতিহ্যবাহী কলাপোতায় মোড়ানো সর্ষে তেলে রান্না করা হাজি বিরিয়ানির ব্যবস্থা রাখা হয়েছে।

ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্র্যাবের উপদেষ্টা প্রবীণ সদস্য বশীর আহমেদ, ক্র্যাবের সাবেক সভাপতি খায়রুজ্জামান কামাল, পারভেজ খান, ফকরুল আলম কাঞ্চন, মধুসুদন মন্ডল, আবুল হোসেন,আখতারুজ্জামান লাবলু, সিনিয়র সদস্য গাফফার মাহমুদ, সন্তোষ মন্ডল, আজাদ হোসেন সুমন, ক্র্যাব সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সাধারণ সম্পাদক ইলিয়াস খান ও অন্যান্যরা।

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার শেখ মারুফ হাসান, ডিএমপির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম, এসবি পুলিশের ডিআইজি মাহবুবুর রহমান, ডিএমপির ডিসি (জনসংযোগ) মুনতাসিরুল ইসলাম. র‌্যাবের পরিচালক (মিডিয়া উইং) কমান্ডার মুফতি মাহমুদ, ডিএমপির এডিসি( জনসংযোগ) জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

এমইউ/এআরএস/আরআই