‘পেশাদারিত্বই সাংবাদিকতাকে মহান করেছে’
রাজনীতিবিদদের মতো সাংবাদিকরাও সমাজ, রাষ্ট্রকে এগিয়ে নিতে দায়িত্ব পালন করতে পারে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, পেশাদারিত্বই সাংবাদিকতাকে মহান করেছে। একজন সাংবাদিক তার দায়িত্ববোধের প্রশ্নে যে ভূমিকা পালন করতে পারেন, তা অন্য পেশায় মেলে না।
মঙ্গলবার রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতির প্রথম বর্ষপূর্তি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ওই সম্মেলনের আয়োজন করা হয়। এতে কো-স্পন্সর করে দেশের সর্ববৃহৎ ব্যবসায়িক প্রতিষ্ঠান আরএফএল গ্রুপ।
সংগঠনের সভাপতি খায়রুজ্জামান কামালের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যাপক সেরিনা জাহান কবিতা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বেগম আকতার জাহান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী তার বক্তব্যে বলেন, সামাজিক এবং মানবিক দায়িত্ববোধের জায়গা থেকে সাংবাদিকতা পেশা আজ স্বাতন্ত্র্য রূপ পেয়েছে। সাংবাদিকতা রাষ্ট্রের অন্যতম স্তম্ভ, সমাজের দর্পণ। সরকার যেখানে অসফল সেখানে সাংবাদিকরা ইতিবাচক ভূমিকা পালন করে সমাজ, রাষ্ট্রকে এগিয়ে নিতে পারেন।
তিনি বলেন, পিছিয়ে পড়া অঞ্চলকে উন্নয়ন এবং অগ্রগতির মূলধারায় গ্রথিত করতে সাংবাদিকরাই অগ্রণী ভূমিকা পালন করতে পারেন। এক সময়ে পিছিয়ে থাকা রাজশাহী অঞ্চলে বর্তমানে যে উন্নয়ন এবং গুণগত পরিবর্তন এসেছে তার পেছনেও সাংবাদিকদের অবদান রয়েছে।
তিনি সব বিভেদ ভুলে সাংগঠনিক ভিত্তি শক্ত করে সাংবাদিকদের মানবতার তরে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে ঢাকায় কর্মরত রাজশাহী অঞ্চলের সাংবাদিক নেতারা বক্তব্য দেন।
এএসএস/জেডএ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - গণমাধ্যম
- ১ গণমাধ্যমে প্রতিবন্ধীদের বিষয়ে সংবেদনশীলতা নিশ্চিতের আহ্বান
- ২ বিজয় দিবস উপলক্ষে ডিএসইসি সদস্যদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প
- ৩ ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ১৬ সাংবাদিক
- ৪ তৃতীয়বার ব্র্যাক মাইগ্রেশন অ্যাওয়ার্ড পেলেন জাগো নিউজের জাহাঙ্গীর
- ৫ শহীদ বুদ্ধিজীবী দিবসে ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের শ্রদ্ধা