সাংবাদিক হাবিবুর রহমানের মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক
প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)-এর চেয়ারম্যান এবং অবিভক্ত ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক হাবিবুর রহমান মিলনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
রোববার এক শোকবাণীতে উপাচার্য বলেন, হাবিবুর রহমান মিলন পেশাগত সাংবাদিকতার অন্যতম পথ প্রদর্শক ছিলেন। তরুণ সাংবাদিকদের জন্য তিনি একজন অনুকরণীয় ব্যক্তিত্ব। একুশে পদকপ্রাপ্ত হাবিবুর রহমান মিলন দৈনিক ইত্তেফাক পত্রিকার উপদেষ্টা সম্পাদক হিসেবে ইত্তেফাকের ঐতিহ্যকে ধারণ করে একনিষ্ঠভাবে কাজ করেছেন। সাংবাদিকতার ক্ষেত্রে সত্যনিষ্ঠতা ও বস্তুনিষ্ঠতাকে তিনি প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা করতে বিশেষ ভূমিকা রেখেছেন। বাংলাদেশের সাংবাদিকতার জগতে তিনি স্মরণীয় হয়ে থাকবেন। গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকতার অধিকার অর্জনের সংগ্রামে তিনি বিশেষ অবদান রেখেছেন।
উপাচার্য মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এর আগে সকালে হাবিবুর রহমানের মরদেহ জাতীয় প্রেসক্লাবে আনার পর উপাচার্য শ্রদ্ধা নিবেদন করেন।
উল্লেখ্য, দীর্ঘদিন শারীরিক নানা জটিলতায় আক্রান্ত ছিলেন হাবিবুর রহমান। শনিবার রাতে ল্যাবএইড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই কলামযোদ্ধা।
এমএইচ/একে/আরআই