ভিডিও EN
  1. Home/
  2. গণমাধ্যম

সাংবাদিক হাবিবুর রহমান মিলনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: ০৫:২৫ এএম, ১৪ জুন ২০১৭

বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট হাবিবুর রহমান মিলনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ (১৪ জুন)। ২০১৫ সালের এই দিনে ঢাকা ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।

হাবিবুর রহমান মিলন ছিলেন পিআইবির সাবেক চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের উপদেষ্টা সম্পাদক।

হাবিবুর রহমান মিলনের জন্ম ১৯৩৯ সালের ২৩ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ায়। ১৯৬৩ সালে দৈনিক সংবাদে তার সাংবাদিকতা জীবনের শুরু। সেই সময় `ভিমরুল` ছন্দনামে কলাম লিখতেন। যা তখন যথেষ্ট পাঠকপ্রিয়তা পায়। পরবর্তীতে দুর্ঘটনায় বড় ভাই দৈনিক ইত্তেফাকের সহকারী সম্পাদক আহমেদুর রহমানের মৃত্যুর পর তিনি ওই পত্রিকায় একই পদে যোগ দেন।

সাংবাদিক হাবিবুর রহমান মিলন ২০১৪ সালে একুশে পদকে ভূষিত হন। সর্বশেষ তিনি দৈনিক ইত্তেফাকের উপদেষ্টা সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। আশি ও নব্বইয়ের দশকে ‘সন্ধানী’ ছদ্মনামে ইত্তেফাকে তার নিয়মিত কলাম ‘ঘরে-বাইরে’ ছিল অত্যন্ত পাঠকপ্রিয়।

সাংবাদিকদের দাবি আদায়ের বিভিন্ন আন্দোলনেও সরব ছিলেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য হাবিবুর রহমান মিলন।

এমএমজেড/আরআইপি

আরও পড়ুন