ভিডিও EN
  1. Home/
  2. গণমাধ্যম

বিডিনিউজের প্রতিবেদক ধ্রুব’র বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা

প্রকাশিত: ০৬:৪৪ পিএম, ১৩ জুন ২০১৭

মানিকগঞ্জের এক বিচারককে নিয়ে প্রকাশিত সংবাদ নিয়ে বিডিনিউজ২৪.কমের নিজস্ব প্রতিবেদক গোলাম মুজতবা ধ্রুবর বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে একটি মামলা হয়েছে।

মানিকগঞ্জের জ্যেষ্ঠ সহকারী জজ মোহাম্মদ মাহবুবুর রহমান বাদী হয়ে মঙ্গলবার এই মামলাটি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ওসি হাবিবুল্লাহ সরকার। তিনি জানান, মামলার এজাহারে ‘প্রতিবেদকের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে খবর প্রকাশের অভিযোগ আনা হয়েছে।’

যে প্রতিবেদনের জন্য মামলা করা হয় সেটি গত ১১ জুন রাত ১০টা ৪৫ মিনিটে ‘একটি অসুস্থ শিশু, বিচারকের ট্রাক ও একটি মামলা’ শিরোনামে বিডিনিউজে প্রকাশিত হয়।

মামলার বিষয়ে জানতে চাইলে বিডিনিউজ২৪.কমের এক মুখপাত্র জাগো নিউজকে বলেন, ‘যথাযথ ব্যাকরণ মেনেই ওই সংবাদটি প্রকাশ করা হয়; এ জন্য সংশ্লিষ্ট সবপক্ষের সঙ্গে কথাও বলা হয়েছিল।’

এ বিষয়ে জানতে চাওয়া হলে ওই সংবাদটির প্রতিবেদক গোলাম মুজতবা ধ্রুব জাগো নিউজকে বলেন, ‘পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এমনটি হয়েছে। আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল। আইন অনুযায়ী যা যা করতে হয় করব।’

এদিকে ধ্রুব’র বিরুদ্ধে দায়েরের বিষয়ে নিন্দার ঝড় উঠেছে সাংবাদিক অঙ্গনে। জানা গেছে, এ বিষয়ে বুধবার ক্রাইম রিপোর্টার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে নিন্দা জানানো হবে। মামলার প্রতিবাদে বুধবার এবং বৃহস্পতিবার পৃথক কর্মসূচির প্রস্তুতি নিচ্ছেন অপরাধ বিটসহ সব সাংবাদিক।

এআর/জেইউ/বিএ