ভিডিও EN
  1. Home/
  2. গণমাধ্যম

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদত্যাগ দাবি

প্রকাশিত: ১০:৩৫ এএম, ৩১ আগস্ট ২০১৪

‘ব্যর্থ’ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে অবিলম্বে পদত্যাগের দাবি জানিয়েছে সাংবাদিক সমাজ। জাতীয় প্রেস ক্লাবের সামনে রবিবার দুপুরে সাংবাদিক অখিল পোদ্দারের ওপর পুলিশি হামলার ঘটনায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) আয়োজিত প্রতিবাদ সভায় সাংবাদিক নেতারা এ দাবি জানান।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইলিয়াস খান বলেন, ‘স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মিথ্যুক। ব্যর্থ এ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ চাই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চরম অবনতি হয়েছে। তাদের হাতে সাধারণ মানুষের প্রাণহানি ও নির্যাতনের বিভিন্ন সংবাদমাধ্যমে উঠে এলেও তিনি বলেছেন- ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। সাংবাদিক সমাজ সত্য প্রকাশ করার কারণেই তারা আজ পুলিশের বড় শত্রু।’

তিনি বলেন, ‘এখন শুধু পুলিশ নয়, সরকারও সাংবাদিক সমাজের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আর সে জন্যই গণমাধ্যমের কণ্ঠরোধ করতেই সম্প্রচার নীতিমালা দেওয়া হয়েছে। সাগর-রুনির হত্যাকারীদের চিহ্নিত করার পরও কোনো এক অদৃশ্য কারণে তাদের গ্রেফতার করা হচ্ছে না।’

এ সময় সাংবাদিক অখিল পোদ্দারের ওপর পুলিশি হামলার ঘটনায় অভিযুক্ত পুলিশকে আইনের আওতায় এনে বিচার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেন সাংবাদিক নেতারা।