নবম ওয়েজবোর্ডের দাবিতে কাল থেকে সাংবাদিকদের কলমবিরতি
নবম ওয়েজবোর্ড গঠনের দাবিতে আগামীকাল (রোববার) থেকে গণমাধ্যমকর্মীদের তিন ঘণ্টার কলমবিরতি শুরু হবে। মঙ্গলবার (২১ মার্চ) পর্যন্ত এ কলমবিরতি চলবে। প্রতিদিন সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হবে।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সভাপতি মনজুরুল আহসান বুলবুল গত ১২ মার্চ রাজপথ অবরোধ কর্মসূচি পালনকালে এই কর্মসূচি ঘোষণা করেন।
এছাড়া নবম ওয়েজবোর্ড গঠনের দাবি ও সংবাদপত্র এবং গণমাধ্যমকর্মীদের বিভিন্ন সমস্যা নিয়ে আগামীকাল সাংবাদিক ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করা হবে।
বিএফইউজে মহাসচিব ওমর ফারুক মতবিনিময় সভায় সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
মঙ্গলবারের মধ্যে ওয়েজবোর্ড গঠনের দাবি না মানলে বুধবার (২২ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি প্রদান করার কর্মসূচি পালন করা হবে।
এফএইচএস/বিএ/জেআইএম