ইমার সভাপতি বাবু, সম্পাদক আনিসুর
ইলেক্ট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশনের (ইমা) সভাপতি নির্বাচিত হয়েছেন সময় টেলিভিশনের বিপণন প্রধান আকতার বাবু এবং সাধারণ সম্পাদক একুশে টিভির ডিজিএম মার্কেটিং আনিসুর রহমান তারেক। শনিবার রাতে প্রধান নির্বাচন কমিশনার এ ফলাফল ঘোষণা করেন।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ইমার নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।
নির্বাচনে মোট ১২টি পদের মধ্যে ৭টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় বাকি ৫টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত কমিটি আগামী দুই বছরের জন্য নির্বাচিত হলেন।
সভাপতি পদে আক্তার হোসেন বাবু ভোট পেয়েছেন ১৬২টি। সাধারণ সম্পাদক পদে আনিসুর রহমান তারেক পেয়েছেন ১২৬ ভোট।
যুগ্ম-সাধারণ সম্পাদক ২টি পদে, মোহনা টিভির তাসলিম চৌধুরী ১৪৮ এবং এটিএন বাংলার হারুনুর রশিদ ১৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে ১৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বাংলা ভিশনের রাহাতুজ্জামান রাহাত।
মহিলা-বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন ডিবিসির সোহানা ইসলাম। তিনি ১৮০ ভোট পেয়েছেন।
অপরদিকে বিনা প্রতিদ্বন্ধিতায় ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন এসএ টিভির সায়েম সামাদ, চ্যানেল আইয়ের হাফিজুর রহমান মুন্টু, যমুনা টিভির এএইচ রাজু।
এছাড়াও অর্থ সম্পাদক ডিবিসির রাকিবুল হাসান, সাহিত্য সম্পাদক মোহনা টিভির ইলিয়াস হোসাইন, ক্রীড়াবিষয়ক সম্পাদক বৈশাখী টিভির রাশেদ সিমান্ত, আইনবিষয়ক সম্পাদক মাই টিভির মো. হাসান ইমাম এবং দফতর সম্পাদক হয়েছেন জিটিভির শফিকুল ইসলাম।
সংগঠনের কার্যকরী সদস্য হয়েছেন এনটিভির মাহফুজ আলম, বিজয় টিভির এস বি বাবুল, মাছরাঙ্গার আব্দুস সামাদ, এটিএন বাংলার আব্দুল মালেক, চ্যানেল আইয়ের জিয়াউর রহমান সুমন, জিটিবির শাহিনুল হক, একাত্তর টিভির আহমদ মোহসিন।
এএস/এএইচ