মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরীর সফল অস্ত্রোপচার
দৈনিক মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। নিউইয়র্কের স্থানীয় সময় শুক্রবার রাতে এই অস্ত্রোপচার সম্পন্ন হয়।
মতিউর রহমান চৌধুরীর বর্তমানে নিউইয়র্কের কর্নেল হাসপাতালে চিকিৎসাধীন। যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি সাংবাদিক মনির হায়দার এক ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মতিউর রহমান চৌধুরী কিছু দিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন। লন্ডন থেকে চিকিৎসা শেষে গত ২২ ডিসেম্বর তিনি দেশে ফিরেন। গত ২৬ ডিসেম্বর মতিউর রহমানের বড় ভাই যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী মুজিবুর রহমান চৌধুরীর আকস্মিক মৃত্যুতে অনেকটা ভেঙে পড়েন প্রখ্যাত এ সাংবাদিক।
শোকাহত অবস্থায় হঠাৎ অসুস্থতাবোধ করলে তাকে হাসপাতালে নেয়া হয়। তাকে প্রথমে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে পরদিন তাকে ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়। এরপর ৩১ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সযোগে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়া হয়। সেখানে চিকিৎসা শেষে লন্ডন হয়ে তিনি চিকিৎসা নিতে এখন নিউইয়র্কে।
মতিউর রহমান চৌধুরীর সুস্থতার জন্য দেশবাসীর কাছে পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে।
এআরএস/জেআইএম